সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


তালেবান সরকারকে স্বীকৃতির ইঙ্গিত রাশিয়ার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুদ্দীন তাসলিম।।

আফগানিস্তানের তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ইঙ্গিত দিয়েছেন রাশিয়ার বিশেষ দূত জামির কাবুলভ।

বুধবার জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ান মিডিয়ার সাথে কথা বলার সময় জমির কাবুলভ বলেছেন যে, তালেবানের উপ-বাণিজ্যমন্ত্রী মস্কো সফর করবেন এবং আফগানিস্তান রাশিয়ার কাছ থেকে কিছু পণ্য কেনার কথা জানিয়েছে।

তিনি বলেন, রুশ প্রেসিডেন্ট আফগানিস্তানের জন্য শস্য বরাদ্দের অনুমতি দিয়েছেন।

তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার বিষয়ে জানতে চাইলে জামির কাবুলভ বলেন, মস্কো তালেবান সরকারকে স্বীকৃতি দিতে পারে এবং রাশিয়া তালেবান সরকারকে স্বীকৃতি দেয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বা অন্য কোনো দেশকে অনুসরণ করবে না।

উল্লেখ্য, আফগানিস্তানের তালেবান সরকারকে এখন পর্যন্ত কোনো দেশ আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেয়নি। সম্প্রতি তালেবান মুসলিম দেশগুলোর কাছে তাদের সরকারকে স্বীকৃতি দেয়ার আবেদন জানিয়েছে।

সূত্র : জিও নিউজ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ