নুরুদ্দীন তাসলিম।।
সৌদি আরবের নতুন পাসপোর্টে যুক্ত হচ্ছে হারামাইন শরিফাইনের ছবি। এজন্য দু’জন সৌদি ফটোগ্রাফারের অ্যালবাম থেকে ছবি নির্বাচন করা হয়েছে।
মঙ্গলবার আল আরাবিয়া ও আখবার ২৪ এক প্রতিবেদনে জানিয়েছে, সৌদি আরবের নতুন পাসপোর্টে ব্যবহারের জন্য জাফর আশ শাহরি ও ইমাদ আল হুসাইন নামে দু’ফটোগ্রাফারের অ্যালবাম থেকে ছবি নির্বাচন করা হয়।
নতুন পাসপোর্টের জন্য তারা দেশের বিভিন্ন ঐতিহাসিক স্থানের সুন্দর ও আকর্ষণীয় ছবি তুলেছিলেন। যার মধ্য থেকে কয়েকটি সৌদি পাসপোর্টের জন্য নির্বাচিত হয়।
জাফর আল-শাহরি আনন্দ প্রকাশ করে এক টুইট পোস্টে লেখেন, ‘আমার অনেক ভালো লাগছে যে আমার তোলা ছবি নতুন সৌদি পাসপোর্টের অংশ হবে।’
তিনি আরো জানান, ‘অর্থ মন্ত্রণালয় তাকে ধন্যবাদ জানিয়ে একটি চিঠিও লিখেছে এবং বলে যে তার ছবি সৌদি পাসপোর্টের জন্য নির্বাচন করা হয়েছে।’
ইমাদ আল-হুসাইনকেও ধন্যবাদ জানিয়ে একটি চিঠি লিখেছে অর্থ মন্ত্রণালয়। তিনি বলেন, ‘সৌদি পাসপোর্ট বিভাগের অফিসিয়াল পেজে যখন আমার নাম প্রকাশিত হয়েছিল এবং জানতে পারলাম যে আমার ছবি নতুন পাসপোর্টের অংশ হবে, তখন আমার আনন্দের সীমা ছিল না।’
তিনি আরো বলেন, ‘২০ মিলিয়নেরও বেশি সৌদি নাগরিক বিশ্বজুড়ে যে পাসপোর্ট নিয়ে ভ্রমণ করবে সেখানে আমার তোলা ছবি শোভা পাবে। এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। কারো জন্য এর থেকে বড় পুরস্কার আর কি হতে পারে যে তার সৃষ্টি জাতীয় দলিলপত্রের অংশ হতে যাচ্ছে। এ সম্মান দেয়ার জন্য সৌদি সরকার অবশ্যই প্রশংসা পাওয়ার যোগ্য।’
সূত্র : আখবার ২৪, আল আরাবিয়া
এনটি