রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
মানুষের অধিকার প্রতিষ্ঠায় দ্রুত নির্বাচনের বিকল্প নেই: তারেক রহমান জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি হলেন শায়খ মাওলানা আবদুর রহীম ইসলামাবাদী কুমিল্লায় আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন আগামীকাল মাওলানা মনসুরুল হাসান রায়পুরীর ইন্তেকালে চরমোনাই পীরের শোক প্রকাশ জমিয়ত সভাপতি মাওলানা মনসুরুল হাসান রায়পুরী রহ.-এর বর্ণাঢ্য জীবন কওমি সনদকে কার্যকরী করতে ছাত্রদল ভূমিকা রাখবে: নাছির বড় ব্যবধানে জিতে প্রথমবারের মতো পার্লামেন্টে যাচ্ছেন প্রিয়াঙ্কা আইফোনে ‘টাইপ টু সিরি’ ফিচার যেভাবে ব্যবহার করবেন  স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণের দাবি অত্যন্ত যৌক্তিক: ধর্ম উপদেষ্টা আল্লাহকে পেতে হলে রাসূলের অনুসরণ অপরিহার্য: কবি রুহুল আমিন খান

মহানবীকে কটূক্তি: চলতি সংসদে নিন্দা প্রস্তাবের দাবি ইত্তেহাদুল মাদারিসের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ভারতে বিজেপির সদ্যবহিষ্কৃত মুখপাত্র নুপুর শর্মা এবং দিল্লি ইউনিটের প্রধান নাভিন জিন্দাল কর্তৃক মহানবী হযরত মুহাম্মদ (সঃ)-কে নিয়ে কটূক্তির প্রতিবাদে চলমান সংসদ অধিবেশনে নিন্দা প্রস্তাব আনয়নের দাবি জানিয়েছে আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিস (সদর-রামু-ঈদগাঁও) তথা আঞ্চলিক শিক্ষাবোর্ড। সেই সঙ্গে কটূক্তিকারী দুইজনের কঠোর শাস্তি চেয়েছে তারা।

সোমবার (১৩ জুন) বিকালে কক্সবাজার শহরের লাইট হাউজ মাদরাসা প্রাঙ্গণে কওমি মাদরাসাভিত্তিক সংগঠনটির
মাসিক সভায় সর্বসম্মত এই দাবি পাশ হয়।

আঞ্চলিক ইত্তেহাদের সভাপতি ও রামু চাকমারকুল মাদরাসার নির্বাহী মুহতামিম মাওলানা সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, ভারতে প্রতিবাদকারী মুসলমানদের বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ করছে ভারতীয় উগ্রবাদীগোষ্ঠী। মুসলমান হত্যাসহ দমন নিপীড়ন চালাচ্ছে। যা মানবাধিকারের চরম লঙ্ঘন। এসব ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেন আঞ্চলিক ইত্তেহাদুল মাদারিস নেতৃবৃন্দ।

সেই সঙ্গে ভারতের ঘটনায় সংবাদ প্রকাশ করার অপরাধে সাংবাদিকদের বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার করতে দেশটির সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন তারা।

ইত্তেহাদের সাধারণ সম্পাদক ও রামু রাজারকুল মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ মুহসেন শরীফের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন ইত্তেহাদের কেন্দ্রীয় সহসভাপতি রামু ধাওনখালী মাদরাসার মুহতামিম সর্বজন শ্রদ্ধেয় আলেম মাওলানা মুহাম্মদ মুসলিম।

বক্তব্য রাখেন, কক্সবাজার লাইট হাউজ মাদরাসার মুহতামিম মাওলানা মুহাম্মদ আলী, রহমানিয়া মাদরাসার মুহতামিম মুফতি সোলাইমান কাসেমী, ঈদগাহ বোয়ালখালী মাদরাসার মুহতামিম মাওলানা নুরুল হাকিম, পোকখালী মাদরাসার মুহতামিম মাওলানা আজিজ উদ্দিন, কক্সবাজার জামেয়াতুল আবরারের মুহতামিম মাওলানা আতাউল করিম প্রমুখ।

সভায় আঞ্চলিক শিক্ষাবোর্ডের অধীনস্থ ৩১ টি মাদরাসার মুহতামিমসহ প্রায় অর্ধশত প্রতিনিধি উপস্থিত ছিলেন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ