বুধবার, ০৯ এপ্রিল ২০২৫ ।। ২৫ চৈত্র ১৪৩১ ।। ১১ শাওয়াল ১৪৪৬

শিরোনাম :
ইবতেহাল আবু সাঈদ এর চিৎকার: গাজায় ইসরায়েলি যুদ্ধযন্ত্রে মাইক্রোসফট কিভাবে সহায়তা করছে? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মাদরাসায়  ঢাকায় আগত নতুন ছাত্রদের উদ্দেশ্যে কিছু কথা ইরান-আমেরিকা সম্পর্ক: ট্রাম্পের সরাসরি আলোচনা প্রস্তাব, যুদ্ধ না শান্তিপূর্ণ সমাধান? ভর্তি শুরু জামিয়া রাহমানিয়া ইসলামিয়া মহিলা মাদরাসায়  দেশব্যাপী সরকারি ফার্মেসি চালু, অল্পদামে মিলবে ২৫০ রকম ঔষধ বাংলাদেশে আরও এক বিলিয়ন ডলার বিনিয়োগ করবে এনডিবি হজযাত্রীদের স্বাস্থ্যসেবা ও টিকাদান কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম মন্ত্রণালয় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে পিটার হাসের সাক্ষাৎ বারিধারা মাদরাসায় হেফাজতের মহাসমাবেশের প্রস্তুতি সভা

নেতিবাচক দিককে ইতিবাচক করে নিতেন: মাসিহুল্লাহ খান রহ.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মুযযাম্মিল হক উমায়ের।।

মাসীহুল উম্মাত আল্লামা মসীহুল্লাহ খান জালালাবাদী রাহিমাহুল্লাহু তায়ালার ঘটনা। বর্ণনা করেন হজরত মাওলানা নাসীরুদ্দীন রাহিমাহুল্লাহু তায়ালা।

তিনি বলেন, হযরতের কাছে মুরীদগণের পক্ষ থেকে যতো ইসলাহী চিঠি আসতো সেগুলো পড়ে শোনানোর দায়িত্ব আমার উপর ছিলো। একবার কিছু বাজে লোকের পক্ষ থেকে হযরতের কাছে চিঠি আসলো। চিঠিতে হজরতকে উদ্দেশ্য করে বাজে গালাগাল লেখা ছিলো। এবং হযরতের সাথে অত্যন্ত বেআদবীমূলক কথা লেখা ছিলো।

হজরত এসব শুনে কষ্ট পাবেন মনে করে আমি সেসব চিঠি না পড়ে একপাশে রেখে দিয়েছি। হজরত আমার কাছে ঐসব চিঠি না পড়ার কারণ জানতে চান। উত্তরে আমি বলি, হজরত! ঐচিঠিগুলো পড়ার উপযুক্ত নয়। কারণ সেগুলোতে আপনাকে উদ্দেশ্য করে বাজে গালি ও বেআদবী কথা লেখা হয়েছে। আপনাকে হুমকি—ধমকি দেয়া হয়েছে।

আমার কথা শুনে হজরত বলেন, ‘মূলত এগুলো হলো, আল্লাহ তায়ালার পক্ষ থেকে আমাদের ইসলাহের পদ্ধতি। কারণ, লোকজন আমাদেরকে হজরত! হজরত! করে আমাদের দেমাগকে আরশে উঠিয়ে দিয়েছে। এইভাবে হজরত! হজরত! শুনার দ্বারা আমাদের অন্তরে অহংকার সৃষ্টি হয়।

এই কারণে আল্লাহ তায়ালা এইসব লোক দ্বারা আমাদেরকে ইসলাহ করান। তারাই আমাদেরকে ইসলাহ করেন। তারা আমাদের ভিতর খারাপতা আসতে দেয় না। তারাই মূলত আমাদের মুসলিহ (আত্মার সংশোধনকারী)।

তারা আমাদের ভুলত্রুটিগুলো খুঁজে বের করে দেয় যাতে আমরা সংশোধন হতে পারি। নিজেদেরকে যেনো ভুলের উর্ধ্বে মনে করে অহংকারে ধ্বংস হয়ে না যাই। সূত্র: ওয়াকিআত পড়হে আওয়ার ইবরত লিজিয়ে: পৃষ্ঠা—২৭৫।

-এটি


সম্পর্কিত খবর



সর্বশেষ সংবাদ