আওয়ার ইসলাম ডেস্ক: কাউকে বিদায় দেয়ার সময় পড়বে اَسْتَوْدِ عُ اللهَ دِيْنَكُمْ وَاَمَانَتَكُمْ وَخَوَاتِيْمَ اَعْمَالِكُمْ. আস্তাউদি‘উল্লাাহা দী নাকুম ওয়া আমাা নাতাকুম ওয়া খওয়াা তীমা আ’মাালিকুম।
তোমার দ্বীন-ঈমানকে এবং তোমার আমানতদারীকে এবং তোমার হোসনে খাতিমাকে (ঈমানের উপর মৃত্যু) আল্লাহ তা’আলার হাতে সোপর্দ করছি।
(সুনান তিরমিজি, হাদীস নং-৩৪৪২, আবু দাউদ ১ : ৩৫০, মুসতাদরাকে হাকীম ২ : ৯৭)
আহমাদ ইবনে আবু আবদুল্লাহ সালীমী বাসরী (রহঃ) ইবন উমার (রা) থেকে বর্ণিত তিনি বলেন নবী (সা) কোন ব্যক্তি কে যখন বিদায় জানাতেন তখন নিজ হাতে তার হাত ধরতেন। ঐ ব্যক্তি যতক্ষন না নিজে নবী (সা) এর হাত ছাড়ত ততক্ষন তিনি তার হাত ছাড়তেন না। এই সময় তিনি বলতেনঃ
استودع الله دينك وامانتك وخواتيم عملك
(সুনান তিরমিজি, হাদীস নং-৩৪৪২)
-এটি