সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ডেসটিনির ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে দুই হাজার ৩০০ কোটি টাকা দিতে কমিটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ডেসটিনিতে বিনিয়োগ করে ক্ষতিগ্রস্ত গ্রাহকদের মধ্যে জরিমানার দুই হাজার ৩০০ কোটি টাকা বণ্টন করে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। পাশাপাশি এ পর্যন্ত ডেসটিনি গ্রুপের যত সম্পদ জব্দ করা হয়েছে, সেগুলোও বণ্টনের নির্দেশ দেওয়া হয়েছে।

এ জন্য সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতিকে প্রধান করে ছয় সদস্যের কমিটি গঠনের জন্য সরকারকে নির্দেশ দিয়েছেন আদালত।

ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির গ্রাহকদের অর্থ আত্মসাৎ ও অর্থপাচারের মামলার রায়ে আদালত গতকাল এই নির্দেশ দেন।

ঢাকার চতুর্থ বিশেষ জজ আদালতের বিচারক শেখ নাজমুল আলম এ রায় দেন।

রায়ে বলা হয়, ডেসটিনির যত সম্পত্তি ক্রোক ও ফ্রিজ করা হয়েছিল, তা রাষ্ট্রের অনুকূলে বাজেয়াপ্ত করা হলো। এ ছাড়া আসামিদের কাছ থেকে জরিমানা আদায় করে ক্ষতিপূরণ হিসেবে ডেসটিনি মাল্টিপারপাস কো-অপারেটিভ সোসাইটির শেয়ারহোল্ডার ও ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারীদের মধ্যে ভাগ করে দিতে হবে।

এই বণ্টনের জন্য আদালত যে ছয় সদস্যের কমিটি করার নির্দেশ দিয়েছেন, তাতে সুপ্রিম কোর্টের একজন সাবেক বিচারপতিকে প্রধান করে সমবায় মন্ত্রণালয়ের রেজিস্ট্রারকে সদস্যসচিব করতে বলা হয়েছে। এ ছাড়া কমিটিতে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, সমবায় মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, পুলিশের ডিআইজি ও একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টকে সদস্য করতে বলা হয়েছে। এই কমিটি ডেসটিনির সব সম্পত্তি সমন্বয় করবে এবং তা এই বিনিয়োগকারীদের মাঝে বণ্টন করবে।

রায়ের পর দুদকের আইনজীবী মীর আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, এটি একটি মাইলফলক রায়। মাল্টিপারপাস কম্পানি গঠন করে সাধারণ বিনিয়োগকারীদের টাকা আত্মসাৎ এবং তা পাচার করায় দৃষ্টান্তমূলক শাস্তি হয়েছে। তিনি বলেন, রাষ্ট্রের অনুকূলে যেসব সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে, যারা ভোক্তা, কারা কিভাবে কতটুকু পাবে, তা বুঝিয়ে দেবে এই কমিটি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ