সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞার ঘোষণা জাপানের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে জাপান। বৃহস্পতিবার জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই ঘোষণা দেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে আল জাজিরা।

বুধবার কিশিদাসহ ৬৩ জন জাপানি কর্মকর্তার ওপর রাশিয়া নিষেধাজ্ঞা আরোপের একদিনের মাথায় বৃহস্পতিবার পাল্টা এই ব্যবস্থা নিলো জাপান।

১৪০ জনের মতো রুশ নাগরিককে জাপানের নতুন নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে। এছাড়া দেশটির কিছু ব্যাংকের সম্পদ জব্দ করার কথা বলা হয়েছে।

কোয়ান্টাম কম্পিউটার এবং উচ্চ প্রযুক্তির সঙ্গে যুক্ত ৭০টি সামরিক সংস্থাকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হবে বলে জানান জাপানের প্রধানমন্ত্রী। রুশ আগ্রাসনের বিরুদ্ধে জাপান ইউক্রেনের পাশে রয়েছে বলেও জানান তিনি।

এর আগে ইউক্রেনে আগ্রাসনের ঘটনায় গত মাসে রুশ কয়লা আমদানিতে নিষেধাজ্ঞা জারি করে জাপান। একইসঙ্গে রাশিয়ার আট জন কূটনীতিককেও বহিষ্কার করে টোকিও।

ওই সময়ে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা বলেন, বেসামরিকদের হত্যা ও পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়ে বারবার আন্তর্জাতিক মানবাধিকার আইন লঙ্ঘন করছে রাশিয়া। এগুলো ক্ষমার অযোগ্য যুদ্ধাপরাধ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ