সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ১০ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬


ইমরানের বিরুদ্ধে এবার ধর্ম অবমাননার মামলা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: পিটিআই চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার সাবেক সরকারের কয়েকজন শীর্ষস্থানীয় ব্যক্তির বিরুদ্ধে ফয়সালাবাদে ধর্ম অবমাননা আইনে মামলা দায়ের করা হয়েছে বলে রবিবার জানা গেছে।

মদিনার পবিত্র মসজিদে নববিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও তার সফরসঙ্গীদের সামনে ইমরান সমর্থকরা ‘চোর’ বলে স্লোগান দেওয়ার কয়েকদিন পরে এ খবর এল।

এফআইআর এ দেখা যায়, পাকিস্তান পেনাল কোডের ২৯৫ ও ২৯৬ ধারায় কোনো ধর্মকে অবমাননার উদ্দেশ্যে উপাসনালয়ের ক্ষতি বা তার পবিত্রতা ক্ষুণ্ন করাসহ বিভিন্ন অভিযোগে মামলা করা হয়েছে।

ফয়সালাবাদে জনৈক সাধারণ নাগরিক মুহাম্মদ নাঈমের অভিযোগের ভিত্তিতে নথিভুক্ত এফআইআরে পিটিআইয়ের জ্যেষ্ঠ নেতা এবং সহযোগীদের নাম রয়েছে।

তাদের মধ্যে রয়েছেন ফাওয়াদ চৌধুরী, শাহবাজ গিল, কাসিম সুরি, সাহেবজাদা জাহাঙ্গীর, অনিল মুসাররাত ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রশিদ আহমেদ।

সূত্র: দ্য ডন

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ