শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
রাঙামাটিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘট বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প

বেফাক পরীক্ষায় ‘ইবতেদাইয়্যাহ’ জামাতে বালিকা শাখায় ১ম ২য় ৩য় যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ (বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। পরীক্ষার গড় পাশের হার ৭৩.৮৮%।

আজ ৩০ এপ্রিল শনিবার (২৮ রমযান) বেলা ৩টায় রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানায় অবস্থিত নিজস্ব কার্যালয়ে বেফাকের মহাপরিচালক মাওলানা মুহাম্মদ যুবায়ের বোর্ডের পক্ষ থেকে বেফাকের সভাপতি ও আল-হাইয়াতুল উলয়ার চেয়ারম্যান আল্লামা মাহমুদুল হাসানের হাতে ফলাফল সভাপতির অনুমতিক্রমে তিনি আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।

এ বছর কেন্দ্রীয় পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা ২,২৫,৬৩১ জন, তন্মধ্যে ছাত্র ১,০২,৭২৭ জন এবং ছাত্রী ১,২২,৯০৪ জন। সর্বমোট উর্ত্তীণ পরীক্ষার্থী সংখ্যা ১,৬৬,৬৯১ জন। উত্তীর্ণ পরীক্ষার্থীদের মাঝে, মুমতায (স্টার মার্ক) ৩৩,৪৩৩ জন, জায়্যিদ জিদ্দান (১ম বিভাগ) ৩৭,৬৬৫ জন, জায়্যিদ (২য় বিভাগ) ৪০,৯০৭ জন, মাকবুল (৩য় বিভাগ) ৫৪,৬৮৩ জন।

এদিকে বোর্ডটির ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষায় মেধার স্বাক্ষর রেখেছে ইবতেদাইয়্যাহ জামাতের ছাত্রীরা। এ জামাতে ১ম স্থান  অধিকার করেছেন যৌথভাবে ৪ জন, দারুল উলুম বালিপাড়া মাদরাসা পিরোজপুরের সুমাইয়া সুলতানা, আয়েশা সিদ্দিকা রা. কওমী মহিলা মাদরাসা কিশোরগঞ্জের মাহফুজা আক্তার লিজা, একই মাদরাসার জাকিয়া আক্তার, ফাতিমাতুযযাহরা রা. মহিলা মাদরাসা রামপুরা ঢাকার তাসনিম আহমেদ।(তাদের প্রাপ্ত নম্বর, ৫৮৭)

২য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৩  জন, টাঙ্গাইল জেলার বাগে জান্নাত মহিলা মাদরাসার মোছাঃ মাহবুবা বিনতে রাফি, শরীয়তপুরে জেলার আলহাজ্ব সফুরা বেগম মহিলা মাদরাসার সুমাইয়া, যশোর জেলার জামিয়াতুস সালিহাত ( মাসনা মহিলা মাদরাসা) মারিয়া মুশতারী হিমু, ( তাদের প্রাপ্ত নম্বর ৫৮৫)

৩য় স্থান অধিকার করেছেন যৌথভাবে ৬ জন, গাজীপুর জেলার জামিয়াতুস সালিহাত মহিলা মাদরাসার সুরভী খাতুন, পিরোজপুর জেলার দারুল উলুম বালিপাড়া কওমী মাদরাসা মহিলা শাখার উম্মে হানি বুশরা, কিশোরগঞ্জ জেলার আয়েশা সিদ্দীকা রা. কওমী মহিলা মাদরাসার সাওদা, ঢাকা জেলার দারুস সুন্নাহ মহিলা মাদরাসা , দক্ষিণ বাড্ডার মোছাঃ ফাবিহা মেহজাবীন, যশোর জেলা জামিয়া নিয়ামাতিয়া কওমী মহিলা মাদরাসার ও হেফজখানার মোসাঃ ফারহানা আক্তার তিশা,  একই মাদরাসার সাথী আক্তার ( তাদের প্রাপ্ত নম্বর, ৫৮৪)

উল্লেখ্য, পরীক্ষার ফলাফল বোর্ডটির নিজস্ব ওয়েবসাইট www.wifaqresult.com এ পাওয়া যাবে এবং পিডিএফ আকারে পাওয়া যাবে www.wifaqbd.org এবং বেফাকের ভেরিফাইড ফেইসবুক পেইজে।

প্রসঙ্গত, গত ৯ মার্চ থেকে ১৬ মার্চ পর্যন্ত সারা দেশে একযোগে সর্বমোট ১২৯৬টি কেন্দ্রে অনুষ্ঠিত হয় বাংলাদেশ কওমী মাদরাসা শিক্ষা বোর্ড (বেফাক)-এর ৪৫তম কেন্দ্রীয় পরীক্ষা।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ