শনিবার, ২৩ নভেম্বর ২০২৪ ।। ৮ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬


রমজানে ইসলামি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-অফিস ৩টা পর্যন্ত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রমজান উপলক্ষে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) অফিস ও বাস চলাচলের সময়সূচি পরিবর্তন করা হয়েছে।

ক্লাস ও অফিসের সময়সূচি সকাল ৯টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত নির্ধারাণ করা হয়েছে। আগে ছিল ৯টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত। এ ছাড়া দুপুর ১টা ১৫ মিনিট থেকে ১টা ৩০ মিনিট পর্যন্ত যোহরের নামাজের জন্য বিরতি থাকবে।

আজ শনিবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মু. আতাউর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয়ের বাস চলাচলের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার থেকে বুধবার পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও ভাড়া করা পরিবহনগুলো সকাল ৮টা, সকাল ১০টা, দুপুর দেড়টা ও ইফতারের ৩০ মিনিট পর কুষ্টিয়া, ঝিনাইদহ ও শৈলকূপা থেকে ক্যাম্পাসের উদ্দেশে ছেড়ে আসবে। এ ছাড়া সকাল ৯টা, দুপুর ১২টা, বিকাল ৩টায় ও ইফতারের ১৫ মিনিট পর কুষ্টিয়া-ঝিনাইদহের উদ্দেশে ছেড়ে যাবে।

এদিকে সেশনজট কমাতে ২০ এপ্রিল অর্থাৎ ১৮ রমজান পর্যন্ত সশরীরে ক্লাস-পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ