শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪ ।। ৬ আশ্বিন ১৪৩১ ।। ১৮ রবিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
বাংলাদেশের গণতন্ত্র এখনো বিপদমুক্ত নয় : তারেক রহমান দেশের বিভিন্ন সেক্টরে অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা করছে পরাজিত শক্তি: চরমোনাই পীর ‘শিক্ষা কমিশনে দেশের সর্বমহলে শ্রদ্ধেয় আলেমদের অন্তর্ভুক্ত করতে হবে’ আলমডাঙ্গায় রাসূল (সা.)-কে নিবেদিত কবিতা পাঠ ছাত্র-জনতার ওপর গুলি বর্ষণকারী শাহবাগ থানা আ.লীগের সাংগঠনিক সম্পাদক গ্রেফতার পার্বত্য জেলায় চলমান পরিস্থিতি সম্পর্কে যা জানাল আইএসপিআর ঢাবিতে ছাত্র রাজনীতি নিষিদ্ধের সিদ্ধান্ত অযৌক্তিক : ইসলামী ছাত্র আন্দোলন স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ছাড়া ইসরায়েলকে স্বীকৃতি দেওয়া হবে না: সৌদি যুবরাজ প্রেসিডেন্ট নির্বাচনে হারলে দায় বর্তাবে ইহুদিদের ওপর: ট্রাম্প পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে সরকার, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধান উপদেষ্টার

কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়েদের জন্য কেরাত প্রশিক্ষণ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের বাজিতপুরে মেয়েদের জন্য কেরাত প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার ব্যবস্থাপনায় আঞ্জুমানে তালীমুল কুরআন সিলেটের তত্ত্বাবধানে ‘ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্স’টি পরিচালিত হবে।

১ রমজান থেকে ২৫ রমজান পর্যন্ত কেরাত প্রশিক্ষণ কোর্সটি চলবে। কোর্সে ভর্তি ফি ৭শ’ টাকা। খাবার ফি ১৫শ’ টাকা। তবে রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার ছাত্রীদের শুধু মাদরাসার নির্ধারিত ফি দিতে হবে। বাড়তি কোন ফি নেই।

ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্সটি কর্তৃপক্ষ জানিয়েছে, কোর্সে মাখরাজ-সিফাতের সাথে বিশুদ্ধভাবে কুরআন তেলাওয়াতের উপযোগী করে পড়ে তোলার চেষ্টা করা হবে। এছাড়াও প্রশিক্ষণ শেষে উত্তীর্ণদের খেদমতের ব্যবস্থা করা হবে। উত্তীর্ণদের আঞ্জুমানে তালীমুল কুরআনের সনদ দেয়া হবে।

আবাসিক থেকে প্রশিক্ষণার্থীদের বিছানা ও প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে আনতে বলেছে কোর্স কর্তৃপক্ষ।

রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নাঈম বলেছেন, ইলমুল কিরাত অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। সবার উচিত এই কোর্সটি করা। ভালো শিক্ষার্থী তৈরিতে যোগ্য শিক্ষিকার বিকল্প নেই। একজন শিক্ষিকাকে যোগ্য করতে প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ইলমুল কিরাত প্রশিক্ষণ কোর্সটি ভর্তি হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন হাফেজ মাওলানা আবু নাঈম।

বাজিতপুরের মথুরাপুরে অবস্থিত রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসায় ইলমুল কিরাত প্রশিক্ষণ ২৫ দিন ব্যাপী কোর্সটি অনুষ্ঠিত হবে।

ভর্তির জন্য যোগাযোগ- রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার মুহতামিম হাফেজ মাওলানা আবু নাঈম, ০১৯১১-৫৫০৫৪৬। রিয়াজুল জান্নাহ মহিলা মাদরাসার নায়েবে মুহতামিম মুফতি আজহারুল ইসলাম, ০১৯১৪-৪৭৯২৫৭

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ