সৈয়দ হেলাল আহমদ বাদশা।।
গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি>
সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে বনবিভাগের ভূমি দখল করে গড়ে তোলা অবৈধ স্থাপনা ধ্বংস করা হয়েছে। একই সাথে ওই এলাকায় নতুনভাবে জবরদখল করে বনবিভাগের প্রায় ২ হেঃ ভুমি দখলের চেষ্টা করা হয়েছিলো তাদেরকেও উচ্ছেদ করা হয়।
বুধবার (২৩ মার্চ) দুপুর হতে বেলা ৩ টা পর্যন্ত সিলেট জেলার বনবিভাগের সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন'র নেতৃত্বে চলা এ অভিযানে জাফলং কানাইজুরী ও শান্তিনগর এলাকায় বন বিভাগের জায়গা দখল করে রাখা একটি ক্রাশার মেশিন ও নতুন করে প্রায় ২ হেঃ ভুমি জবরদখলের চেষ্টা করে একটি চক্র জাফলং ছৈলাখেল মৌজার চতুর্থ খন্ডের ১৪৫ দাগ নং-এ কানাইজুরী ও শান্তুিনগর নামক এলাকায় বনবিভাগের ভুমিতে গড়ে উঠা স্টোনক্রাশার মেশিনসহ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এ সময়, সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন, জাফলং বন বিট কর্মকর্তা প্রদীপ চন্দ্র মন্ডলসহ ও জাফলং বিটে কর্মরত সকল স্টাফ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সারী রেঞ্জ কর্মকর্তা মো. সাদ উদ্দিন জানান,বন বিভাগের সিলেট বিভাগীয় কর্মকর্তা তৌফিকুল ইসলাম স্যারের দিকনির্দেশনায় সিলেট বন বিভাগের সারী রেঞ্জের জাফলং বিটের ছৈলাখেল চতুর্থ খন্ড মৌজার শান্তিনগর এলাকার এস এ ১৪৫ দাগের সংরক্ষিত বনভূমিতে অবৈধ স্থাপিত একটি ক্রাশার মেশিন উচ্ছেদ করে গুড়িয়ে দিয়ে ২ হেঃ জায়গা উদ্ধার করা হয়, এবং যারা এসব কাজে জড়িত তাদের বিরুদ্ধে বনায়নের আইনে মামলা প্রক্রিয়াধীন। অচিরেই এ জায়গা সহ আশে পাশের জায়গায় উপযুক্ত প্রজাতির বাগান সৃজন করা হবে বলে জানান তিনি।
এনটি