রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন

শীতলক্ষ্যায় লঞ্চডুবি: এখনো নিখোঁজ মাদরাসা শিক্ষক হাফেজ জাবির

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

।।কাউসার লাবীব।।

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কার্গো জাহাজ এমভি ‘রূপসী ৯’ এর ধাক্কায় যাত্রীবাহী লঞ্চডুবির ঘটনায় এখানো নিখোঁজ রয়েছেন শায়খ হাফেজ কারী নাজমুল হাসান-এর শিক্ষাপ্রতিষ্ঠান তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার শিক্ষক হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবির।

শায়খ হাফেজ কারী নাজমুল হাসান তার এক ফেসবুক পোস্টের মাধ্যমে জানান, তাহফিজুল কুরআন ওয়াসসুন্নাহ মাদ্রাসার অনলাইন টিচার, আমার অত্যন্ত প্রিয় ছাত্র আবদুল্লাহ মোহাম্মদ জাবেরকে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় লঞ্চ ডুবির ঘটনায় খুঁজে পাওয়া যাচ্ছে না। সকলের কাছে দোয়া চাই।

এদিকে হাফেজ আবদুল্লাহ মোহাম্মদ জাবিরের মামাতো ভাই ইসলামী আলোচক মুফতি ফেরদৌস আল আজাদ আওয়ার ইসলামকে বলেন, হাফেজ জাবির দারুন নাজাত আলিয়া মাদরাসার মেধাবী ছাত্র। সেখান থেকেই সে ফাজিল এবং কামিল শেষ করেছে। সে জনপ্রিয় ইসলামী আলোচক মুফতি আব্দুল ওয়াদুদ সিদ্দিকী সাহেবের ছেলে।

মুফতি ফেরদৌস আল আজাদ জানান, হাফেজ জাবিরের গ্রামের বাড়ি চাঁদপুরে হলেও দীর্ঘ দিন ধরে তারা স্বপরিবারে নারায়ণগঞ্জে বসবাস করছে। করোনাকালীন সময়ে সে হাফেজ কারী নাজমুল হাসান সাহেবের মাদরাসার অনলাইন সেক্টরে শিক্ষক হিসেবে নিয়োগ হয়।  ব্যক্তিগত প্রয়োজনে সে গতকাল লঞ্চ সফরে ছিল। তার জন্য দেশবাসীর কাছে বিশেষভাবে দোয়া কামনা করছি।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ