আওয়ার ইসলাম ডেস্ক: কুমিল্লায় শবে বরাতে মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জের ধরে ছুরিকাঘাতে মাসুক মিয়া (২৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন মাসুকের বড় ভাই জালাল।
রোববার রাত ৭টার দিকে জেলার আদর্শ সদর উপজেলার মাঝিগাছা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মাসুক মিয়া ওই গ্রামের ফরিদ মিয়ার ছেলে। রাত ১০টার দিকে সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেন কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার বরাতের রাতে স্থানীয় মসজিদে তবারক বিতরণকে কেন্দ্র করে মাসুকের সাথে প্রতিবেশী নাসিরের ঝগড়া হয়। এ নিয়ে রোববার রাত ৭টার দিকে উভয়ের মধ্যে ফের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাসির ও তার সহযোগী মামুনসহ আরো ৫-৬ জন যুবক মাসুককে মারধর ও ছুরিকাঘাত করে। ছোট ভাই মাসুককে রক্ষা করতে এসে বড় ভাই জালালও আহত হন।
পরে মাসুককে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর এলাকার উত্তেজিত লোকজন নাসির ও তার সহযোগীদের গণপিটুনি দিয়ে একই হাসপাতালে ভর্তি করে।
কোতোয়ালী মডেল থানার পরিদর্শক (তদন্ত) কমল কৃষ্ণ ধর জানান, নিহতের মরদেহ পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আহতরা হাসপাতালে ভর্তি রয়েছেন।
-কেএল