রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

ছাত্র জমিয়ত ধোবাউড়া উপজেলার কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: ধোবাউড়া উপজেলায় ছাত্র জমিয়ত বাংলাদেশ ধোবাউড়া উপজেলা শাখার কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার বেলা ১১টায় ধোবাউড়া উপজেলার সুবহানবাগ মসজিদে কাউন্সিল অনুষ্ঠিত হয়।

এসময় মুফতি আল আমীনকে সভাপতি ও হাফেজ তরিকুল ইসলাম মুক্তারকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ছাত্র জমিয়ত ময়মনসিংহ জেলার সিনিয়র সহ সভাপতি মাওলানা আবু তালহা এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা আবু তালহা বলেন, যখন তথাকথিত বিভিন্ন ছাত্র সংগঠন আমাদের ছাত্র সমাজের দেমাগ নষ্ট করার মিশনে লিপ্ত। তখন আমাদের বুজুর্গরা ছাত্র সংগঠনের প্রয়োজনিয়তা উপলব্ধি করে ১৯৯২ সালের ২৪ জানুয়ারী ছাত্র জমিয়ত গঠন করলেন। ছাত্র জমিয়তের অন্যতম কর্মসূচি হচ্ছে ব্যক্তি গঠন। আমাদের আগে নিজেকে গঠন করতে হবে। এরপর সমাজের নেতৃত্ব দেয়ার মতো যোগ্য হয়ে উঠতে হবে।

তিনি বলেন, সকলের কাছে আহবান থাকবে ধোবাউড়া উপজেলার প্রতিটি জায়গার আনাচে-কানাচে জমিয়তের দাওয়াত পৌঁছে দিতে হবে। সমাজের অসহায়, দরিদ্রের পাশে দাঁড়াতে হবে। ওয়ার্ডের স্থায়ী-অস্থায়ী সকল বাসিন্দা যেন সহি শুদ্ধ কোরআন পড়তে পারে, সহীহ্ দ্বীন বুঝতে পারে এজন্য টার্গেট নিয়ে প্লানওয়ারী কাজ আঞ্জাম দিতে হবে।

এসময় উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা ছাত্র জমিয়তের কলেজ বিষয়ক সম্পাদক মাওলানা আশিকুর রহমান যুব জমিয়তের ধোবাউড়া উপজেলার সাধারণ সম্পাদক মুফতি জসিমউদদীন ও মাওলানা উমর ফারুক প্রমুখ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ