নুরুল কবির আরমান।।
খাগড়াছড়ি প্রতিনিধি>
খাগড়াছড়ি পৌরসভার পূর্ব ইসলামপুরস্হ দারুল উলুম তা'লীম ইসলাম মাদ্রাসার শতাধিক দরিদ্র ও এতিম শিক্ষার্থীদের মাঝে কম্বল, চাদর, তোশক, মাশারি, বালিশ ও বালিশের কভার বিতরণ করা হয়েছে।
আজ(২১মার্চ) সোমবার দুপুর ১টায় পিপলস্ ইমপ্রুভমেন্ট সোসাইটি অফ বাংলাদেশ (পিসব)এর উদ্যোগে এসব সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে পিসবের খাগড়াছড়ি জেলার সমন্বয়ক মুফতি মাকছুদুল করিম বলেন, দেশব্যাপী অসহায়, দুঃস্থ ও দরিদ্র মানুষকে সহযোগিতা করার অংশ হিসেবে দুর্গম পাহাড়ি এলাকা পার্বত্য খাগড়াছড়িতে ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমরা এ কর্মসূচি গ্রহণ করেছি।সর্বোত্তম ঐ ব্যক্তি যে মানুষের কল্যাণ করেন। অসহায় মানুষের পাশে দাঁড়ানো মহৎ কাজ।অসহায় মানুষও দরিদ্র শিক্ষার্থীদের দুর্দশা কিছুটা হলেও লাঘব করতে আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে ইনশাল্লাহ।
এসময় খাগড়াছড়ি কালেক্টর জামে মসজিদের খতিব মাওলানা হাবিবুল্লাহ জাহাঙ্গীর, জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদ খাগড়াছড়ি জেলা শাখার সেক্রেটারী মাওলানা নুরুল কবির আরমান, পিসবের প্রতিনিধি মাওলানা এনামুল হক, মাদ্রাসার শিক্ষক মাওলানা আশরাফুল ইসলাম, মাওলানা ফয়জুল ইসলাম, মাওলানা হানিফ রামগাড়ী, মাওলানা আব্দুল হান্নান, মাওলানা আব্দুল হালিম, মাওলানা ওমর ফারুক প্রমুখ উপস্থিত ছিলেন।
এনটি