আদিয়াত হাসান: জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান-২০২২ সমাপ্ত হলো আজ।
জানা যায়, ১৭ মার্চ (বৃহস্পতিবার) ও আজ ২০ মার্চ (রোববার) দু’দিন এ মারকাজী ইমতিহান অনুষ্ঠিত হয়।
বোর্ড কর্তৃপক্ষ জানায়, এ বছরের পরীক্ষায় মোট ৯২টি মাদ্রাসার ২০৫২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে জামাতে হাফতুম (হেদায়াতুন্নাহু)-এর ৬০১ জন শিক্ষার্থী, জামাতে হাশতুম (নাহবেমীর)-এর ৪২৯ জন শিক্ষার্থী ও জামাতে নুহুম (মীযান ও মুনশা্নইব)-এর ১০২২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
বোর্ড কর্তৃপক্ষ আরো জানায়, জমইয়্যাতুল মাদারিসিল কাওমিয়্যাহ নোয়াখালী-লক্ষ্মীপুর, বাংলাদেশ-এর মারকাজী ইমতিহান মোট চারটি মারকাজে অনুষ্ঠিত হয়। এর মধ্যে আল- জামিয়াতুল ইসলামিয়া মাইজদী, নোয়াখালীতে ১৫১৪ জন পরীক্ষার্থী, জামিয়া ওসমানিয়া চাটখিল নোয়াখালীতে ২৭০ জন পরীক্ষার্থী, জামিয়া ইসলামিয়া আশরাফুল মাদারিস বটতলী লক্ষ্মীপুরে ১৯৩ জন পরীক্ষার্থী ও মাদ্রাসা-ই-ইশাআতুল উলুম লুধুয়া, রায়পুর, লক্ষ্মীপুরে অংশগ্রহণ করে ৭৫ জন পরীক্ষার্থী।
-কেএল