মুহাম্মাদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি।।
সাহাবায়ে কেরামের জীবনাদর্শ প্রচারভিত্তিক দাওয়াহ সংগঠন শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা প্রথম কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৬ মার্চ) বিকেলে চট্টগ্রামের হাটহাজারী মাদরাসা সংলগ্ন বাংলাবাড়ি মিলনায়তনের অভিষেক কাউন্সিলের মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।
কাউন্সিলে প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মুফতি শামীম মজুমদার। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাওলানা সানাউল্লাহ নূরী মাহমুদী, কেন্দ্রীয় দাওয়াহ সম্পাদক মুফতি ফয়েজ মাহমুদ, কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক হাফেজ মুফতি কাজী আবু ইউসুফ, হাটহাজারী বালুখালী মাদরাসার শিক্ষা পরিচালক মাওলানা আফসার উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত ফরায়েজী, সিনিয়র সহসভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান, সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলাম প্রমুখ।
আলোচনায় বক্তারা বলেন, সমাজে সাহাবায়ে কেরামের জীবনাদর্শ বাস্তবায়ন হলে মানুষ সব ধরনের সামাজিক অবক্ষয় হতে মুক্তি পাবে। কেননা সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ শিক্ষক মুহাম্মাদুর রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গর্বিত ছাত্র। ফলে তাদের অনুসরণই পারে মানুষকে সভ্য ও সুন্দর পথের দিশা দেখাতে।
কাউন্সিলে কেন্দ্রীয় সভাপতি আগামী এক বছরের জন্য শানে সাহাবা কাউন্সিল বাংলাদেশ-এর চট্টগ্রাম উত্তর জেলা কমিটি ঘোষণা করেন।
এতে সভাপতি হিসেবে হাফেজ মাওলানা ইয়াসিন আরাফাত ফরায়েজী, সিনিয়র সহসভাপতি মাওলানা সাজ্জাদুর রহমান ও সেক্রেটারি মাওলানা সাইফুল ইসলামের নাম ঘোষণা করেন।
-এএ