আওয়ার ইসলাম ডেস্ক: কিশোরগঞ্জের ভৈরবের তাঁতারকান্দি এলাকার একটি মশার কয়েলের কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার সকালে কারখানাটিতে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে দেড় ঘণ্টার চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করছে তারা।
ক্ষতিগ্রস্ত কারখানা মালিক কাজল মিয়া ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ জানায়, আজ সকাল সাড়ে ৯টার দিকে আগুন লাগে। এ সময় পুড়ে যায় তৈরি কয়েল, কাঁচামাল ও যন্ত্রপাতি।
ভৈরব ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের তথ্য কর্মকর্তা মো. মামুন মিয়া জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনই বলা যাচ্ছে না।
-এএ