রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

মাত্র ৬ মাসে কুরআন হেফজ করলো খাগড়াছড়ির হাফছা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান।।

খাগড়াছড়ি প্রতিনিধি>

খাগড়াছড়ি জেলা সদরের এপি বিএন মুসলিম পাড়ার মেয়ে হাফছা খাতুন মাত্র ৬ মাসে সম্পুর্ন কুরআন শরীফ হেফজ করেছে। সে ছয় মাস আগে করোনাকালীন সময়ে স্কুল বন্ধ থাকা অবস্থায় মাটিরাংগা দারুল উলম মহিলা মাদ্রাসা ভর্তি হয়।

হাফেজা হাফছা খাতুন মুসলিম পাড়া জামে মসজিদের খতিব মাওলানা আলী মর্তুজার বড় মেয়ে।

আজ (১৬মার্চ)) বুধবার সকালে আলেম-ওলামা ও মান্যগণ্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে মাদ্রাসার পক্ষ থেকে তাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।

মাদ্রাসার পরিচালক মাওলানা আকতার হোসেন ফারুকীর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কুরানের গুরুত্ব তুলে ধরে বক্তব্য রাখেন মাটিরাঙ্গা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা হারুনুর রশিদ আজিজী, মাটিরাঙ্গা দারুসসুন্না মাদ্রাসার পরিচালক মাওলানা আনোয়ার হোসেন মিয়াজী, খাগড়াছড়ি সবুজবাগ জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ইউসুফ, খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদ সদর উপজেলার শাখার সেক্রেটারী মাওলানা রেজাউল করিম , হাফেজা হাফছা খাতুনের পিতা হাফেজ মাওলানা আলী মর্তুজা, মাটিরাঙ্গা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলাউদ্দিন লিটন, গুমতি হাফিজিয়া মাদ্রাসার পরিচালক হাফেজ ওমর ফারুক, মাদ্রাসার শিক্ষক মাওলানা আবুল কালাম প্রমূখ।

অনুষ্ঠানে বক্তাগণ বলেন, মহাগ্রন্থ আল-কুরআন আল্লাহ তা’য়ালার ঐশীবাণী। মহাগ্রন্থ আল কুরআন আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য বড় নিয়ামত ও পথপ্রদর্শক। কুরআন পাঠকারী ও শ্রবনকারী উভয়ের উপর আল্লাহর রহমত বর্ষিত হয়। বক্তাগণ সকলকে কুরআনের আদেশ-নিষেধ চলার আহ্বান জানান।

শেষে দেশ, জাতি ও ইসলামের সার্বিক কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন খাগড়াছড়ি কওমি মাদ্রাসা ও ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ