রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

নিজ জেলার দলীয় সম্মেলনে ঠাঁই হলো না মুরাদের

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামালপুরের সরিষাবাড়ীতে পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার (১৩ মার্চ) বিকেলে অনুষ্ঠিত ওই সম্মেলনে অতিথিদের তালিকায় ঠাঁই হয়নি বিতর্কিত কর্মকাণ্ডে প্রতিমন্ত্রিত্ব হারানো সংসদ সদস্য ডা. মুরাদ হাসানের।

দলীয় সূত্রে জানা যায়, দীর্ঘ সাত বছর পর সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনের আয়োজন করে পৌর আওয়ামী লীগ। শনিবার (১৩ মার্চ) বিকেলে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠ প্রাঙ্গণে এ সম্মেলনের আয়োজন করা হয়।

ওইদিন বিকেল থেকে রাত ৮টা পর্যন্ত সম্মেলনের কার্যক্রম চলে।

সম্মেলনে জেলা-উপজেলাসহ কেন্দ্রীয় নেতাদের অতিথি করা হলেও সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী চিকিৎসক মো. মুরাদ হাসান এমপিকে অতিথি করা হয়নি। জেলা ও উপজেলার নেতাদের সঙ্গে নানা অজুহাতে বিরোধ সৃষ্টি করেছিলেন সাবেক প্রতিমন্ত্রী। এ কারণে সরিষাবাড়ী পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে চিকিৎসক মো. মুরাদ হাসান এমপিকে অতিথি করা হয়নি বলে নাম প্রকাশ না করার শর্তে নেতাদের অনেকে জানান।

পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সম্মেলন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আ. লীগের সভাপতি এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ।

এতে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী, কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আবু জাফর আহাম্মেদ শিশা, সরিষাবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক হারুন-অর-রশিদ, সহ-সভাপতি মাহবুবুর রহমান হেলাল, পৌর মেয়র মো. মনির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু প্রমুখ।

সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ মো. ছানোয়ার হোসেন বাদশার সভাপতিত্বে দ্বিতীয় অধিবেশন শুরু হয়। সরিষাবাড়ী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ মো. হারুন-অর-রশিদ সঞ্চালনা করেন।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে অন্য কোন প্রার্থী না থাকায় প্রস্তাবকারী ও সমর্থনকারীর মাধ্যমে উপাধ্যক্ষ মোঃ মিজানুর রহমান মিজানকে সভাপতি ও মোঃ মিজানুর রহমান মিজুকে সাধারণ সম্পাদক হিসেবে পুনরায় মনোনীত করা হয়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ