সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>
সিলেটের গোয়াইনঘাট উপজেলার নন্দিরগাঁও ইউনিয়নে নির্মাণ করা হয়েছে দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজে দৃষ্টিনন্দন বন্যা আশ্রয়কেন্দ্র।
‘উন্নয়নের গণতন্ত্র: শেখ হাসিনার মূলমন্ত্র’ এ স্লোগানে বন্যাকবলিত মানুষের জীবনযাত্রার মান আলোকিত করতে ও দুর্যোগ মোকাবিলায় নির্মিত হয়েছে তিনতলা বিশিষ্ট বন্যা আশ্রয়কেন্দ্র।
জানা গেছে, বন্যাপ্রবণ ও নদী ভাঙন এলাকায় বন্যা আশ্রয়কেন্দ্র নির্মাণ প্রকল্পের (তৃতীয় পর্যায়) আওতায় ২০১৯-২০২১ অর্থ বছরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতর ৩ কোটি ৩৪ লাখ টাকা ব্যয়ে বন্যা আশ্রয়কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সিলেট-৪ আসনের সংসদ সদস্য, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ পরবর্তী সফরে তার নির্বাচনী এলাকার গোয়াইনঘাট উপজেলায় আসলেই এ ভবনটি উদ্বোধন হতে পারে।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শীর্ষেন্দু পুরকায়স্থের সুষ্ঠু তদারকিতে ঠিকাদারী প্রতিষ্ঠান ডিভাইন এন্টারপ্রাইজ প্রকল্পের নির্মাণ কাজ বাস্তবায়ন করছে। একশ’ বছরের স্থায়িত্বকাল নির্ধারণ করা হয়েছে এই বন্যা আশ্রয় কেন্দ্রটির।
এ ব্যাপারে নন্দিরগাঁও ইউপি চেয়ারম্যান এস কামরুল হাসান (আমিরুল) জানান, স্থানীয় এমপি ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের ঐকান্তিক প্রচেষ্টায় নন্দিরগাঁও ইউনিয়নের প্রাণকেন্দ্র দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজে বন্যা আশ্রয় কেন্দ্রটি নির্মাণ করা হয়েছে। এটি নির্মাণের ফলে বন্যার সময় সহস্রাধিক পরিবার এখানে আশ্রয় নিতে পারবে। এছাড়াও এলাকাবাসীকে শিক্ষায় আলোকিত করতে এই ভবনটি যুগ যুগ ধরে সরকারের উন্নয়নের আলোকবার্তা হিসাবে নন্দিরগাঁও ইউনিয়নে ঐতিহ্য বহন করবে।
তিনি বর্তমান সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপির প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ খলিলুর রহমান বলেন, দীর্ঘদিন থেকে শ্রেণি কক্ষ সংকটে ভুগছিল প্রতিষ্ঠানটি। আশ্রয় কেন্দ্র নির্মাণ হওয়ায় সেই সমস্যা থেকে প্রতিষ্ঠানটি মুক্তি পাবে। বিশেষ করে দশম শ্রেণীর ও কলেজের সাইন্সের ছাত্র-ছাত্রীরা স্বাচ্ছন্দে ক্লাস করতে পারবে। প্রতিষ্ঠানের মনোরম পরিবেশে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের মিলনমেলা ও পাঠদান কার্যক্রম চলবে, যা জীবনেও কল্পনা করতে পারেনি।
তিনি আরও জানান আগামী মাসে আমরা আশ্রয় কেন্দ্রটি বুঝে পাবো আশা করছি। তিনিও প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ এমপি'র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) শীর্ষেন্দু পুরকায়স্থ জানান, দশগাঁও নওয়াগাঁও হাই স্কুল এন্ড কলেজে নির্মিত বন্যা আশ্রয়কেন্দ্রের নির্মাণ প্রকল্পের কাজ সঠিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। আশা করছি আগামী এক মাসের মধ্যে বন্যা আশ্রয়কেন্দ্রটির কাজ শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বুঝিয়ে দেওয়া হবে। উপজেলা প্রশাসন ও স্কুল কমিটির চুক্তিপত্র হস্তান্তরের মাধ্যমে আশ্রয়কেন্দ্র প্রকল্পের কার্যক্রম শুরু হবে।
এ ব্যাপারে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার মুহা. তাহমিলুর রহমান বলেন, প্রাকৃতিক দুর্যোগকালীন বিপদাপন্ন মানুষ ও তাদের সম্পদ সুরক্ষা দেওয়ার পাশাপাশি একাডেমিক সুবিধা বৃদ্ধির মাধ্যমে বহুমুখী ব্যবহারের উপযোগী দরিদ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের উন্নত পরিবেশে শিক্ষালাভের সুযোগ তৈরিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেওয়া ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এই আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে।
-এএ