এম. এস আরমান
নোয়াখালী থেকে>
সপ্তম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার আট ইউনিয়নে নবনির্বাচিত ৯৬ জন মেম্বারের শপথ গ্রহন অনুষ্ঠিত হয়েছে।
আজ রোববার (১৪ মার্চ) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে শপথবাক্য পাঠ করান উপজেলা নির্বাহী অফিসার খোরশেদ আলম চৌধুরী। এসময় ২৪ জন সংরক্ষিত (মহিলা) ও ৭২ জন সাধারণ সদস্য (মেম্বার) সর্বমোট ৯৬ জন নির্বাচিত মেম্বারকে শপথবাক্য পাঠ করানো হয়।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কোম্পানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ সাহাবউদ্দীন,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল। উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আরজুমান পারভিন।
এছাড়াও শপথ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন,রামুপর ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান সিরাজিস সালেকিন রিমন। চরফকিরা ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান জায়দুল হক কচি। চরপার্বতী ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান মাওলানা ক্বাজী মোহাম্মদ হানিফ আনচারী প্রমূখ।
উল্লেখ্য, গত ৭ ফেব্রুয়ারি সপ্তম ধাপের ইউপি নির্বাচনে উপজেলার আট ইউনিয়নের নির্বাচনে ৩৯ জন চেয়ারম্যান পদপ্রার্থীর মধ্যে ৮জন চেয়ারম্যান ও ৪২৩ জন মেম্বার পদপ্রার্থীর মধ্যে সর্বমোট ৯৬ জন প্রার্থী জয়লাভ করেন। পরে গত ৯ মার্চ বুধবার নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান নির্বাচিত চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
-এটি