রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন

মাদরাসায় ভবনের পলেস্তারা খসে পড়ায় গাছতলায় ক্লাস

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: একতলা ভবনের ভিম ও বিভিন্ন স্থান থেকে পলেস্তারা খসে পড়ার কারণে জীবনের ঝুঁকি এড়াতে গাছতলায় বেঞ্চ বসিয়ে ক্লাস করছে মাদরাসার শিক্ষার্থীরা। বালিয়াকান্দি সড়কের পাশেই উপজেলার নারুয়া ইউনিয়নের পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসা এটি।

মাদরাসার দশম শ্রেণির আপন আহম্মেদ অন্তর, ৬ষ্ঠ শ্রেণির মোয়াজ্জেম হোসেন সংগ্রামসহ আরো কয়েকজন শিক্ষার্থী জানায়, কয়েকদিন ধরে মাদরাসা ভবনের বিভিন্ন কক্ষের পলেস্তারা খসে পড়ছে। ভয়ে ওই রুমে ক্লাস করতে পারছে না। গাছতলায় বেঞ্চ বসিয়ে ক্লাস করতে হচ্ছে। অনেক সময় পাখি মল ত্যাগ করে।

আবার পড়ার সময় দেখা গেল গাছের পাতা পড়ছে। এখন রোদের তাপও বেশি। জানা গেছে, পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসার একতলা ভবনটি ১৯৯৫ সালে ফ্যাসিলিটিজ বিভাগ নির্মাণ করে। ১৭ জন শিক্ষক-কর্মচারী ও ৩ শতাধিক শিক্ষার্থী নিয়ে কক্ষের অভাবে গাদাগাদি করেই পাঠদান কার্যক্রম পরিচালনা করে আসছিল। কয়েকদিন ধরে খুবই খারাপ অবস্থার সৃষ্টি হয়েছে।

মাদরাসার শিক্ষক উত্তম কুমার গোস্বামী বলেন, একতলা ভবনের ভিম থেকে ও বিভিন্ন স্থানের পলেস্তরা খসে পড়ছে। দুর্ঘটনা থেকে বাঁচতে গাছতলায় পাঠদানের ব্যবস্থা করা হয়েছে।

তিনি বলেন, আগে থেকেই পাটকিয়াবাড়ী দাখিল মাদরাসাটি ভালো রেজাল্ট করে আসছে। রেজাল্ট ভালো হলেও মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। শিক্ষক ও শিক্ষার্থীদের কষ্ট লাঘবে প্রশাসনের কাছে পদক্ষেপ গ্রহণে হস্তক্ষেপ কামনা করছি।

মাদরাসার সুপার মো. ফকরুল ইসলাম বলেন, গত মঙ্গলবার বিকাল ৩টার দিকে মাদরাসার অফিস কক্ষের ভিম থেকে পলেস্তরা খসে পড়ে রড বেরিয়ে গেছে। তখন সেখানে কেউ ছিল না। গত বুধবার সকালে বিভিন্ন রুমে পলেস্তরা খসে পড়তে দেখে শিক্ষার্থীরা ভবনে ক্লাস করতে অনীহা প্রকাশ করে।

এ কারণে শিক্ষকদের সঙ্গে পরামর্শ করে আপাতত গাছতলায় বেঞ্চ দিয়ে ক্লাস করানো হচ্ছে। বিষয়টি উপজেলা প্রশাসনকে অবগত করেছি।

মাদরাসার সভাপতি মো. আবুল কালাম আজাদ বলেন, পাটকিয়াবাড়ী মাদরাসাটি পড়ালেখায় বরাবরই ভালো রেজাল্ট করলেও মাদরাসার কক্ষ সংকট, বেঞ্চ সংকট ও শিক্ষক ও শিক্ষার্থীদের চরম কষ্টের মধ্যে পাঠদান করতে হয়।

অনেকদিন ধরেই একতলা ভবনটিতে রংচটাসহ নানা সমস্যা দেখা দেয়। দুদিন ধরে ভিমসহ বিভিন্ন রুমের পলেস্তরা খসে খসে পড়ছে। এ কারণে বাধ্য হয়েই গাছতলায় ক্লাস নিতে হচ্ছে।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ