রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির ফুলপুরে জমিয়তের কমিটি গঠন স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন দিতে চাই: সিইসি নাসির উদ্দীন

দুই বছর মেয়াদে পূর্ণাঙ্গ কমিটি গঠন করল পঞ্চগড় জেলা সমিতি ঢাকা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দুই বছর মেয়াদে ১৩১ সদস্য বিশিষ্ট  পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা-এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

আজ (১১ মার্চ) শুক্রবার কেআইবি ট্রেনিং হল, কৃষিবিদ ইন্সটিটিউট বাংলাদেশ, খামারবাড়িতে পঞ্চগড় জেলা সমিতি, ঢাকা এর পূর্ণাঙ্গ কমিটি হয়।

সভায় সাবেক যুগ্ম সচিব মো. মাহবুবুর রহমান ফারুকীকে সভাপতি, কৃষিবিদ মো. আব্দুর রহমানকে সাধারণ সম্পাদক, কৃষিবিদ আব্বাস আলীকে কোষাধ্যক্ষ, আবু দেলওয়ার হোসেন রুবেলকে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, নয়ন তানবীরুল বারীকে প্রচার সম্পাদক, প্রকৌশলী আশরাফুল ইসলামকে দপ্তর সম্পাদক, এ্যডভোকেট মিনহাজ প্রধান রাব্বীকে ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক করে ২০২২-২৩ এর দুই বছর মেয়াদি মোট ১৩১জন সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা করা হয়েছে।

সদ্য আত্মপ্রকাশ করা পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহবুবুর রহমান ফারুকী এডহক কমিটির কাছে শপথগ্রহণ শেষে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

সভাপতি মো. মাহবুবুর রহমান ফারুকী বলেন, পঞ্চগড় একটি বি ক্যাটাগরির জেলা, বাজেটে জেলাটি প্রাপ্য অংশ হতে বঞ্চিত। পঞ্চগড়ে আরো দুটি উপজেলা করার যুক্তি তিনি তুলে ধরেন।

সদস্য সচিব মো. আব্দুর রহমান উল্লেখ করেন, অনেক চড়াই উৎরাই পেরিয়ে পাঁচটি উপজেলার সামাজিক ও রাজনৈতিক নেতৃত্ববৃন্দকে একজায়গায় বসিয়ে কমিটি করা অনেক দূরহ একটি বিষয় ছিলো।

এরপূর্বে কৃষিবিদ আব্বাস আলী আহ্বায়ক কমিটির আয়ব্যয়ের হিসাব প্রকাশ করেন। এবং ভবিষ্যতে আর্থিক লেনদেন অডিট আকারে আনার নিশ্চয়তা দেন।

সভায় বক্তারা  পঞ্চগড় জেলার টেকসই উন্নতির প্রতিশ্রুতি দেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ২৬ সেপ্টেম্বর কৃষিবিদ ইন্সটিটিউট (KBI) এর থ্রিডি হল রুমে ঢাকাস্থ পঞ্চগড়বাসীর পুনর্মিলনী অনুষ্ঠানে জেলা সমিতি, পঞ্চগড় গঠনের উদ্যোগ নেয়া হয়। পূর্ণাঙ্গ জেলা সমিতি গঠনে ১৩ জন যুগ্ম-আহ্বায়ক, ১ জন সদস্য সচিব ও ৩০ জন সদস্য নিয়ে জেলা সমিতি পঞ্চগড়ের এডহক কমিটি গঠন করা হয়েছিলো।

এরই ধারাবাহিকতায় গত ৪ মার্চ সর্ব সম্মতিক্রমে জরুরি মিটিংয়ে একটি খসড়া কমিটিও করা হয়েছিলো।
আজ (১১ মার্চ) শুক্রবার বিকেলে কে.বি.আই এর ট্রেনিং কক্ষে এক বিশেষ সভার আয়োজন করা হয়।

মির্জা শাহনেওয়াজ লতিফ এর উপস্থাপনায় সভায় ঢাকাস্থ পঞ্চগড়বাসীর  ব্যক্তিবর্গ, জেলা সমিতি গঠনে সক্রিয় সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন৷

প্রচার সম্পাদক নয়ন তানবীরুল বারী বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা একটি জেলা সমিতি গঠনের চেষ্টা অব্যাহত রেখেছিলাম। সুদূর অতীতে একটি কমিটি থাকলেও তা নিষ্ক্রিয় ও অস্তিত্বহীন হয়ে যায়। তরুণদের নতুন উদ্যম ও উচ্ছ্বাসে বারংবার ঢাকাস্থ পঞ্চগড়বাসীর উদ্যোগে মিটিং ডেকে জেলা সমিতি গঠনের প্রয়াস চালানো হয়। যা আজ ঘোষণার মাধ্যমে পূর্ণতা পেলো’।

পঞ্চগড় জেলা সমিতির সদ্য নির্বাচিত সাধারণ সম্পাদক আব্দুর রহমান বলেন, ‘দলমত নির্বিশেষে ঢাকায় বসবাসকারী পঞ্চগড়ের বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের এক প্লাটফর্মে আনতে জেলা সমিতির কার্যক্রম শুরু হলো। পঞ্চগড়ের সার্বিক উন্নয়ন এবং জেলার মানুষদের মধ্যে আন্তঃযোগাযোগ স্থাপনে জেলা সমিতি কাজ করবে।’

সাংগঠনিক সম্পাদক (কেন্দ্রীয়) দেলওয়ার হোসেন রুবেল জানান ‘আজ পূর্ণাঙ্গভাবে জেলা সমিতির কমিটির নাম ঘোষণা করা হলো। দীর্ঘদিন ধরে সার্চ কমিটির ব্রেইনস্ট্রমিং-এর মাধ্যমে আমরা কমিটি গঠনে লোকজন খুঁজেছি। হয়তো অনেকের কাছে আমরা পৌঁছাতে পারিনি। কমিটি হয়ে গেল মানেই এটা কফিনের শেষ পেরেক নয়। জেলা সমিতি ঢাকায় কাজ করতে আগ্রহী হলে অবশ্যই যোগাযোগ করবেন’।

পঞ্চগড় জেলা সমিতিতে সহ-সভাপতি মনোনীত হয়েছেন প্রকৌশলী আইনুল হক, সাইফুল ইসলাম লাবু, মঈনুল হক, অ্যাড. তাহেরুল ইসলাম, আলিয়া মির্জা (মুন্নী), মশিয়ার রহমান, অধ্যক্ষ মনিরুজ্জামান, মুজিবর রহমান, মেজবাহুল হক, সারোয়ার মহসিন, আবু জাফর আনসারী এবং শামসুজ্জামান রনিক।

যুগ্ম-সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন, আব্দুস সালাম, জাহেদুল ইসলাম জুয়েল, আনোয়ার হোসেন, সাজ্জাদ হোসেন সাজু, নাহিদুজ্জামান, আবু সায়েম মো. তৌহিদুল, নবীন চন্দ্র রায়, নজরুল ইসলাম লাভলু, সায়েদ উল হাসান প্রধান সবুজ, খালেদ শামস প্রধান রুম্মান, আনজারুল ইসলাম আনু এবং মাখদুম মাসুম মাশরাফি যুক্তি।

সাংগঠনিক সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন, আবু দেলওয়ার হোসেন রুবেল, মুক্তার হোসেন, মমতাজ করিম সুমন, শফিউল আলম, সাজ্জাদ হোসেন, রবিউল ইসলাম রবি, প্রকৌশলী মির্জা শাহনেওয়াজ লতিফ লিও, অ্যাড. আহসান হাবিব সরকার এবং যাকারিয়া ইবনে ইউসুফ।

ক্রীড়া ও মানবসম্পদ উন্নয়ন সম্পাদকে মনোনীত হয়েছেন, জাতীয় বাস্কেটবল দলের ক্যাপ্টেইন সামসুজ্জামান খান সোয়েব এবং সহ সম্পাদকে রয়েছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় শরীফুল ইসলাম।

সদ্য আত্মপ্রকাশ করা পঞ্চগড় জেলা সমিতির সভাপতি মাহবুবুর রহমান ফারুকী এডহক কমিটির কাছে শপথগ্রহণ শেষে উপস্থিত সবাইকে শপথবাক্য পাঠ করান।

উল্লেখ্য, মা-ও মাটির প্রাণের জেলা পঞ্চগড়ের প্রতি ভালোবাসা, সামাজিক দায়বদ্ধতা ও এর উন্নয়ন আন্দোলনে অরাজনৈতিক সংগঠন হিসেবে কাজ করে যাওয়ার লক্ষ্যে ঢাকায় একটি শক্তিশালী জেলা সমিতি গঠনের তাগিদে স্বেচ্ছাসেবী সংগঠনের আদলে ফেইসবুকে "ঢাকাস্থ পঞ্চগড়বাসী" নামে গ্রুপ খোলা হয়েছিলো৷ বিভিন্ন মিটিং, অনুষ্ঠান, দিবস পালন ও নানা রকম আয়োজনের মধ্য দিয়ে গ্রুপটি সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। মূলত গ্রুপটিই জেলা সমিতি গঠনে সক্রিয় সংগঠক হিসেবে কাজ করে গিয়েছে।

সূত্র: নিউজ নর্থ বিডি।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ