আওয়ার ইসলাম ডেস্ক: দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারনে সাধারণ মানুষ আজ দিশাহারা বলে মন্তব্য করেছেন মুফতী হাবিবুর রহমান কাসেমী।
বুধবার (৯ মার্চ) জেলা কার্যালয়ে বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার মাসিক নির্বাহী বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, দেশের মানুষ এখন একটি কঠিন সময় পার করছে। দুই বছরের বেশি সময় ধরে করোনায় স্থবির পরিস্থিতি যখন স্বাভাবিক হতে শুরু করল, তখনই নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি। গ্যাস, পানি, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে।
তিনি আরও বলেন, আমরা দেখতে পাচ্ছি, মধ্যবিত্তরা এখন ট্রাকের পেছনে গিয়ে লাইন ধরছেন। তারা টাকা বাঁচাতে এটা করছেন না, বরং বেঁচে থাকার জন্য বাধ্য হয়েছেন।
তিনি বলেন, অতি মুনাফার লোভে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারণেই মূলত নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য আজ আকাশচুম্বী সাধারণ মানুষ আজ দিশাহারা তাই সরকার কে বলব, দ্রব্যমূল্য কারসাজির পেছনে থাকা অসাধু ব্যবসায়ীদের ধরতে হবে এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে এই সিন্ডিকেটে যারা জড়িত, তাদের খুঁজে বের করে কঠিন শাস্তির আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, আল্লাহ মদকে হারাম করেছেন। অথচ সংখ্যাগরিষ্ট মুসলমানদের দেশে মদের ব্যবহার উম্মুক্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ সিদ্ধান্ত কোনো মুসলমান মেনে নিতে পারে না। মদের লাইসেন্স উম্মুক্ত হলে সমাজে নানাবিধ অপরাধ ও অপকর্ম বেড়ে যাবে। তাই অবিলম্বে মদের লাইসেন্স উম্মুক্ত করার সিদ্ধান্ত বাতিল করতে হবে।
-এএ