আওয়ার ইসলাম ডেস্ক: সৌদি আরবের অন্যান্য আর্থিক খাতের মতো সাইবার নিরাপত্তা খাত পুরুষপ্রধান পেশা ছিল।
কিন্তু বিগত পাঁচ বছরের সৌদি সরকারের বিভিন্ন উদ্যোগের ফলে এই খাতে উল্লেখযোগ্য হারে নারীর অংশগ্রহণ বেড়েছে। সৌদি প্রেস এজেন্সির সাইবার নিরাপত্তা বিশ্লেষক নুজুদ আল-আদালি বলেন, ‘এখন এই খাতে আরো বেশি নারী স্থান করে নিচ্ছে। তারা পরিশ্রমী ও বিশ্বস্ত। তারা যেখানে থাকুক এবং যা-ই করুক, তারা ভালো করার চেষ্টা করে।’
নিজের যাত্রা সম্পর্কে আবদালি বলেন, ‘আমি প্রাথমিক পর্যায়ে বক্রতার শিকার হয়েছিলাম। কিন্তু কঠোর পরিশ্রমের মাধ্যমে তা অতিক্রম করেছি। এটি একটি সম্ভাবনাময় খাত। এই খাতে কাজ করার জন্য প্রয়োজন শৃঙ্খলা, ধারাবাহিকতা ও একটি উদার মন, যা সমস্যা সমাধানে ভিন্নমত গ্রহণে প্রস্তুত। ’
তিনি আরো বলেন, ‘আমি লেখালেখির সঙ্গে জড়িত। আমি লেখালেখি করতে ভালোবাসি, যা নির্ভর করে অধ্যয়ন, গবেষণা ও সাধারণভাবে শেখার ওপর। কেউ আত্মতৃপ্ত হলে এ ক্ষেত্রে সফল হওয়া কঠিন। সব সময় ভালো করার উৎসাহ ধরে রাখতে হবে।’
সোহা মাগরাবি সাইবার নিরাপত্তা খাতে যুক্ত হন ২০১৯ সালে। বিভিন্ন আর্থিক খাত ঘুরে অবশেষে এই খাতে স্থির হন তিনি। বর্তমানে সোহা একটি ইনস্যুরেন্স কম্পানির পরিচালক পদে কর্মরত। তিনি বলেন, ‘আমরা বুঝতে পেরেছি গত পাঁচ বছরে সাইবার নিরাপত্তা খাতের প্রতি মানুষের আগ্রহ বেড়েছে।’
মাগরাবি জানান, ছোট থেকেই তথ্য-প্রযুক্তির প্রতি তাঁর আগ্রহ জন্মায়। ‘আমি সব সময় নতুন কিছু করতে এবং জানতে ভালোবাসি। বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর ডিগ্রি নেওয়ার পর যখন সাইবার নিরাপত্তা খাতে কাজের সুযোগ হলো, আমি তা সাদরে গ্রহণ করি।’ সূত্র: আরব নিউজ
-এটি