।। মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী।।
হাটহাজারী প্রতিনিধি>
বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ এর তত্ত্বাবধানে পরিচালিত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত ‘ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টার’ এর অধীনে পরিচালিত চট্টগ্রামের হাটহাজারীতে 'ডিজিটাল সার্ভে প্রদর্শনীর সেমিনার ২০২২'-এ আলোচনা সভা এবং শতাধিক সার্ভে শিক্ষার্থীদের মাঝে সনদ প্রদান করা হয়েছে।
৪ মার্চ (শুক্রবার) হাটহাজারী পৌরসভারস্থ আল-আমিন শিক্ষা কমপ্লেক্স মিলনায়তনে হাটহাজারী হলি সার্ভে ক্যাম্প এর ব্যবস্থাপনায় দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, হলি সার্ভে ট্রেনিং সেন্টারের চেয়ারম্যান, মুফতি ওসমান গনি, আবু বকর মোহাম্মদ আদনান, চট্টগ্রাম বিভাগীয় প্রধান ও প্রশিক্ষক মুফতি বজলুর রহমান ফারায়েজী, সিনিয়র প্রশিক্ষক, জুবায়ের হোসাইন, ইমরান হোসাইন মোহাম্মদ উল্লাহ প্রমুখ।
বক্তারা বলেন, সারা বাংলাদেশে ওলামা- তলাবা ও সর্বস্তরের শিক্ষিত নাগরিকদের মাঝে ভূমি জরিপ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে ২০১৫ সালের শুরু থেকে। এই সার্ভে প্রতিষ্ঠানটি শিক্ষার্থীদের মাঝে ভূমি জরিপ ও ইসলামিক ফারায়েজের উপর পূর্ণাঙ্গ তত্ত্বীয় ও প্র্যাকটিক্যালি প্রশিক্ষণ দিয়ে থাকে । যার দ্বারা ভূমি ও ফারায়েজ বিষয়ক সকল সমাধান দেওয়া সম্ভব হয়। মূলত কওমি শিক্ষার্থীদের জন্যই বিশেষভাবে এ উদ্যোগ নেয়া হয়েছে।
তারা আরও বলেন, কওমি মাদরাসাগুলোতে মিরাস (উত্তারাধিকার সম্পদ) বণ্টনের ব্যবস্থা পড়ানো হলেও ভূমি জরিপ বা এ সংক্রান্ত বিষয়গুলো সিলেবাসে নেই। আর চলমান সমাজে এ বিষয়গুলো নানা জটিলতা তৈরি করছে। সে দিকে লক্ষ রেখেই মূলত ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের উদ্যোগে এ আয়োজন।
এ বিষয়ে ঢাকা হলি সার্ভে ট্রেনিং সেন্টারের চট্টগ্রাম বিভাগীয় প্রধান প্রশিক্ষক মুফতি বজলুর রহমান ফরায়েজী বলেন, জমি-জমার সমস্যা নিয়ে সমাজের প্রায় সবাই জর্জরিত। কাগজপত্র, খতিয়ান, নকশা ইত্যাদি না বুঝার কারণে বিশেষ করে উলামায়েকেরাম বেশি ক্ষতিগ্রস্থ ও হয়রানির শিকার হচ্ছেন। এ কারণেই ওলামায়ে কেরামের মাঝে বিশেষ এ কোর্সের উদ্যোগ নেওয়া হয়েছে।
তাছাড়া ভূমি জরিপও একটি ইলম যা সমাজের অনেক মানুষ জানে না। কারণ জমিজমা নিয়ে সমাজের বিভিন্ন স্তরে মানষ আজ ভুক্তভোগী। তাই বিশেষ করে এ ইলম আলেমদের জন্য অর্জন করা প্রয়োজন। এটি বেফাকের একটি বুনিয়াদি কোর্স যা অনেক দিন যাবত চলে আসছে।
তিনি আরও জানান, আমরা আধুনিক উপায়ে ভূমি জরিপের সবকিছুই একজন শিক্ষার্থীকে প্রশিক্ষণ দিচ্ছি। এখন থেকে প্রশিক্ষণ নেয়ার পর জমি জমা বিষয়ে যে কোনো সমস্যার সমাধান করতে পারবে শিক্ষার্থীরা।
কোর্স সম্পর্কে জানা যায়, এ কোর্সে সি. এস, এস. এ, আর. এস, বি. এস, জরিপের পরিচিতি, নকশা, পর্চা, খতিয়ান চেনার সহজ উপায়, জ্যামিতিক সূত্রে ভূমির পরিমাণ, স্কেলে সঠিক মান নির্ণয়, কাগজ পত্র যাচাই পদ্ধতি, মুসলিম ফারায়েজ, আনা-গন্ডায় সম্পদের পরিমাণ নির্ণয়, বালু, মাটি, কাঠ, ইট, ইত্যাদির ৩০০ নাম্বারে একটি সিলেবাস। যা অভিজ্ঞ সার্ভেয়ার দ্বারা হাতে কলমে ও ডিজিটাল পদ্ধতিতে শিক্ষা দেয়া হয়।
অনুষ্ঠানে ডিজিটাল সার্ভের উপর সারাদিন ব্যাপী বিভিন্ন বিষয়ে প্রদর্শনী এবং আমীনশীপ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা শেষে মুনাজাতের মাধ্যমে সমাপ্ত করা হয়।
এনটি