আওয়ার ইসলাম ডেস্ক: চট্টগ্রাম সিটি করপোরেশনের ২১ নম্বর জামালখান ওয়ার্ড কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার রাত সোয়া ১১টার দিকে মোমিন রোডের চারতলা ভবনটির চতুর্থ তলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট পৌনে এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
জানা যায়, ভবনটির নিচতলায় দোকান রয়েছে। বাকি তিনটি তলা ওয়ার্ড কার্যালয় হিসেবে ব্যবহৃত হয়। চতুর্থ তলায় সালিশ বৈঠক করা হয়। পাশাপাশি কিছু নথিও থাকে। তবে জন্মনিবন্ধনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নথি থাকে তৃতীয় তলায়।
ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, রাত সোয়া ১১টার দিকে ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাশ সুমনের কার্যালয়ের চতুর্থ তলায় আগুনের সূত্রপাত হয়। এরপর আগুন নেভাতে তিনটি গাড়ি ঘটনাস্থলে যায়। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত সোয়া ১২টার দিকে আগুন নেভানো সম্ভব হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার বলেন, আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে তাৎক্ষণিকভাবে ক্ষতি ও আগুন লাগার কারণ জানা যায়নি।
-এএ