রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বাবাকে হত্যার ৩০ বছর পর ঘাতক ছেলে গ্রেফতার

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: রাজশাহীর চারঘাটে ৩০ বছর পর পুলিশের হাতে গ্রেফতার হয়েছেন যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আকছেদ আলী (৫৫) নামে এক ব্যক্তি। বাবাকে হত্যার অপরাধে তার যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকেই সে পলাতক।

রবিবার সকালে তাকে কারাগারে পাঠানো হয়েছে। শনিবার সন্ধ্যার দিকে চারঘাটের শলুয়া এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি আকছেদ আলী চারঘাট উপজেলার শলুয়া এলাকার মৃত মহসিন আলীর ছেলে। ১৯৯১ সালে আকছেদ আলী তার বাবাকে কুপিয়ে হত্যা করে। হত্যার পর থেকে দীর্ঘ ৩০ বছর পলাতক ছিল।

ওসি জানান, আকছেদ আলী ১৯৯১ সালের ২৭ ডিসেম্বর পারিবারিক কলহকে কেন্দ্র করে তার বাবা মহসিন আলীকে হত্যা করে। এরপর ১৯৯২ সালের ১ জানুয়ারি চারঘাট থানায় হত্যা মামলা দায়ের করে তার পরিবার। দীর্ঘ সময় তদন্ত, সাক্ষ্য-প্রমাণ ও বিচারকাজ শেষে ২০১৩ সালে বিভাগীয় স্পেশাল জজ আদালত আকসেদ আলীকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। আদালতের রায় ঘোষণার পরও আকছেদ আলী পলাতক ছিল। তার কোনো খোঁজ পায়নি।

এরই মধ্যে পুলিশ জানতে পারে, আকছেদ আলী নাম-পরিচয় পাল্টে ঢাকায় বসবাস করছে। পরে পুলিশও ছদ্মবেশে আকছেদ আলীকে নানা রকম প্রলোভন দেখিয়ে চারঘাটের শলুয়া গ্রামে নিয়ে আসে। এরপর শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

ওসি জাহাঙ্গীর আলম বলেন, ‘আকছেদ আলী দীর্ঘদিন পলাতক ছিল। আমরা নানা রকম কৌশল খাঁটিয়ে তাকে গ্রেফতার করেছি। রবিবার তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ