সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

অফিস থেকে ফিরে কী করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: যারা কর্মজীবী তাদের অধিকাংশই বিভিন্ন অফিসে নানা কাজ করেন। সেজন্য দিনের একটি বড় অংশ তাদের কর্মক্ষেত্রে কাটাতে হয়। কাজ শেষে সন্ধ্যায় একরাশ ক্লান্তি নিয়ে সবাই বাসায় ফিরেন একটু বিশ্রামের জন্য। কিন্তু অফিস থেকে ফিরে কেউ কেউ কিছু ভুল করেন যার ফলে সঠিক বিশ্রাম হয় না। জেনে নিন অফিস থেকে ফিরে কী কী করবেন।

অফিস থেকে ফিরে প্রথমেই পোশাক পরিবর্তন করে আরামদায়ক কোনো পোশাক অবশ্যই পরে নিতে হবে। এক্ষেত্রে ঢিলেঢালা পোশাক বেছে নেবেন।

হাতমুখ ভালো করে ধুয়ে নেবেন। সম্ভব হলে গোসল করবেন। কারণ অফিসে যাওয়া-আসা, কাজের বিভিন্ন ঝক্কি-ঝামেলা স্নায়ুর ওপর চাপ ফেলে, গোসল করলে কিছুটা আরাম হয় শরীরের।

অফিস থেকে ফিরে ভাজাপোড়া খাবার খাবেন না। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়

অফিস থেকে ফিরে পানি পান করবেন। কোমল পানীয় বা অধিক চিনি দিয়ে শরবত বা চা পান করবেন না।

ভাজাপোড়া খাবার খাবেন না। দুধ চা না পান করে সবুজ কিংবা লাল চা পানের অভ্যাস করুন। সঙ্গে এক মুঠো বাদাম বা দুটো বিস্কুট খেতে পারেন।

অফিস থেকে ফিরেই টিভির সামনে বসে যাবেন না। এতে বিশ্রাম হয় না। ফ্রেশ হয়ে চা পান করতে করতে বই বা খবরের কাগজ পড়তে পারেন। ইচ্ছে হলে শুনতে পারেন প্রিয় কোনো সঙ্গীত। আর রাতে বেশি খাবার খাবেন না। এতে স্বাস্থ্যের ক্ষতি হয়।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ