রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

মহেশখালীতে হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মিছবাহ উদ্দীন আরজু
মহেশখালী প্রতিনিধি>

মহেশখালীতে হাফেজ আইয়ূব আলী (রহ.) ফাউন্ডেশনের উদ্যোগে কক্সবাজার জেলার ৬ষ্ঠ তম হিফজুল কোরআন প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৪ মার্চ) আল জামেয়াতুল আশরাফিয়া ঝাপুয়া (মাদ্রাসা) প্রাঙ্গণে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশ নিয়েছে ৩০টি শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী।

কোরআনের ১ম হতে ১৫ তম পারা গ্রুপে ১৫টি প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। ১৫ তম হতে ৩০ তম পারা গ্রুপে অংশ নিয়েছে বাকি ১৫ প্রতিষ্ঠানের ৩০ জন শিক্ষার্থী।

১ম হতে ১৫ তম পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, ইসলামিয়া আজিজিয়া কাসেমুল উলুম মাতারবাড়ি মাদ্রাসার শিক্ষার্থী আমির হোছাইন, দ্বিতীয় স্থান অর্জন করেছেন, কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী মুশফিকুর রহমান এবং তৃতীয় স্থান অর্জন করেছেন যথাক্রমে- ছোট মহেশখালী তাহফিজুল কোরআন মাদ্রাসা আশ্বরাফ আলী ঘোনা মাদ্রাসার শিক্ষার্থী এরফানুল হক ও তেলিয়াকাটা হাফেজিয়া সিরাতুল মোস্তাকিম মাদ্রাসার শিক্ষার্থী মোঃ মোশারফ হোছাইন।

পরবর্তী ১৫ হতে ৩০ তম পারা গ্রুপে প্রথম স্থান অর্জন করেছে, কক্সবাজারের মা'হাদ আন নিবরাস এর শিক্ষার্থী হামিম মোহাম্মদ, দ্বিতীয় স্থান অর্জন করেছেন মহেশখালীর হোয়ানক কালাগাজীরপাড়ার- নুরিয়া মোজাহেরুল উলুম মাদ্রাসার শিক্ষার্থী মিছবাহ উদ্দীন এবং তৃতীয় স্থান অর্জন করেছেন কক্সবাজারের দারুল আরকাম তাহফিজুল কোরআন মাদ্রাসার শিক্ষার্থী সরওয়াত হক ইনান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- আল জামেয়াতুল আশ্বরাফিয়া ঝাপুয়া মাদ্রাসা পরিচালক মাওলানা দলিলুল রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- মাওলানা ফয়জুল্লাহ, মুফতি মাওলানা শামসুল আলহসহ বিভিন্ন মাদ্রাসার পরিচালকবৃন্দ।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ