রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

বিশুদ্ধ ঈমান ছাড়া আমল মূল্যহীন: আল্লামা আব্দুস সুবহান

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: জামেয়া মাদানিয়া কাজির সিলেটের হোস্টেল সুপার ও মুহাদ্দিস আল্লামা আব্দুস সুবহান বলেছেন, “আল্লাহ ও তাঁর রাসূল (সাঃ) -এর উপর ঈমান আনয়নই ইসলামের প্রধান ভিত্তি। ঈমানের বিশুদ্ধতা ছাড়া আমল মূল্যহীন।

যার ঈমান বিশুদ্ধ নয়; তার সম্পূর্ণ জীবনই বৃথা। ভিত্তি ব্যতীত যেমন কোন ইমারত নির্মাণ করা সম্ভব নয়, তেমনি বিশুদ্ধ ঈমান ব্যতীত নিজেকে প্রকৃত মুসলিম দাবী করাও অযৌক্তিক।” গত ৩মার্চ বৃহস্পতিবার জামেয়া আনওয়ারে মদিনা মাদরাসার বার্ষিক মাহফিলে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জামেয়া আনওয়ারে মদিনা অপরূপা আ/এ, পশ্চিম ভাটপাড়া, ইসলামপুর, সিলেট -এর ৭ম বার্ষিক মাহফিল গত ৩মার্চ বৃহস্পতিবার পশ্চিম ভাটপাড়া বায়তুল মামুর জামে মসজিদ মাঠে অনুষ্টিত হয়।

মাহফিলটি সকাল ১১ থেকে শুরু হয়ে মধ্যরাতে শেষ হয়। এতে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন, জামেয়া মাদানিয়া কাজির বাজার মাদরাসার প্রবীন হোস্টেল সুপার ও মুহাদ্দিস আল্লামা আব্দুস সুবহান, কাজির বাজার মাদরাসার শিক্ষাসচিব ও মুহাদ্দিস হযরত মাওলানা মুফতি শফীকুর রহমান, আনওয়ারে মদিনা মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল শায়খ মাওলানা আব্দুল কাইয়ূম, মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি জনাব শাইস্তা মিয়া, বায়তুল মামুর জামে মসজিদের মোতাওয়াল্লী জনাব বেলায়েত হোসেন তারিক।

জামেয়ার শিক্ষাসচিব মাওলানা আব্দুল মালিক ও সহকারী শিক্ষাসচিব মাওলানা মুহাম্মদ আব্দুল হামিদ -এর উপস্থাপনায় বিভিন্ন অধিবেশনে বিষয়ভিত্তিক আলোচনা উপস্থাপন করেন, জগন্নাথপুরের সৈয়দপুর মাদরাসার শাইখুল হাদীস মাওলানা আব্দুর রাজ্জাক, মাওলানা ইমরান হোসাইন যশোরী, মাওলানা মুফতি আবুল কালাম আইয়ূবী।

সুবহানীঘাট মাদরাসার শায়খুল হাদীস হাফিজ মাওলানা তজম্মুল আমীন, মারকাজুল উলূম মাদাসার প্রিন্সিপাল হাফিজ মাওলানা মুফতি আব্দুল্লাহ চৌধুরী, সুলতানপুর মাদরাসার শিক্ষাক মাওলানা ফুরহাতুল হক সুলতানী, হাফিজ মাওলানা ফখর উদ্দীন, দক্ষিণ ইসলামপুর জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা নাজমুল ইসলাম খাঁন।

পশ্চিম ভাটপাড়া জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা আব্দুল মতিন, খাদিমপাড়া আল আমীন জামে মসজিদের ইমাম ও খতীব হাফিজ মাওলানা আজির উদ্দীন জেহাদী। আল-কুরআন থেকে তিলাওয়াত করেন, ক্বারী মাওলানা খালিদ মুহাম্মদ, হাফিজ এমরান আহমদ, খালেদ সাইফুল্লাহ। ইসলামী সংগীত পরিবেশন করেন, কলরব সিলেট শাখার শিল্পী ওসমান গনী, আসাদুর রহমান তানিম, জামেয়ার ছাত্র মাহফুজুর রহমান মুয়াজ, মুশফিকুর রহমান মাহদী, আরিফ আহমদ, প্রমুখ।

মাহফিলে হিফজ বিভাগে উত্তীর্ণ ছাত্রদের মাথায় দস্তারে ফজিলত তথা পাগড়ী প্রদান করা হয় এবং বিশ্বশান্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ