আওয়ার ইসলাম ডেস্ক: বগুড়ার শেরপুরে বাঙালি নদীতে গোসল করতে নেমে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার দুপুরে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুুরি দল আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে ওই শিক্ষার্থীর লাশটি উদ্ধার করেন। তার নাম রিফাত হাসান (১০)। সে স্থানীয় সুঘাট ইউনিয়নের বিনোদপুর কাশিমুল উলুম হাফেজিয়া মাদ্রাসার ছাত্র। নিহত রিফাত বগুড়া সদর উপজেলার নিশিন্দারা এলাকার রফিকুল ইসলাম ফকিরের ছেলে।
জানা যায়, বৃহস্পতিবার (০৩ মার্চ) দুপুরে মাদ্রাসার বেশ কয়েকজন ছাত্র তাদের শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন বাঙালি নদীতে গোসল করতে নামে। এরপর গোসল শেষে সব ছাত্ররা নদী পাড়ে উঠেও আসে। কিন্তু শিক্ষার্থী রিফাত তার পায়ের সেন্ডেল নদীতে পড়ে গেছে বলে তার সহপাঠিদের জানায়। সেইসঙ্গে পায়ের সেন্ডেল উদ্ধারে সে একাই আবার নদীতে নেমে পড়লে অন্য ছাত্ররা মাদ্রাসায় চলে যায়। পরবর্তীতে দুপুরের খাবারের আগে নাম হাজিরার সময় রিফাতকে অনুপস্থিত দেখা যায়।
পরে মাদ্রাসা কর্তৃপক্ষ স্থানীয় বিনোদপুর গ্রামস্থ রিফাতের নানার বাড়ী ও বগুড়া সদর উপজেলাস্থ তার বাবার বাড়িতে খোঁজ নেওয়া হয়। কিন্তু তাকে না পাওয়ায় ওইদিনগত রাতে শেরপুর থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়। পাশাপাশি সম্ভাব্য বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করা হয়। একপর্যায়ে রিফাত নদীতে নিখোঁজ হয়ে থাকতে পারে বলে সন্দেহ হয়। এরপর স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীদের খবর দেওয়া হয়।
শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা সিদ্দিকুর রহমান জানান শুক্রবার সকালের দিকে বাঙালি নদীতে একজন মাদ্রাসা ছাত্র নিখোঁজ হওয়ার বিষয়টি জানানো হয়। আর এই খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে যান। সেইসঙ্গে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে ডাকা হয়। এরপর ডুবুরি দলটি ঘটনাস্থলে এসে আড়াই ঘণ্টা অভিযান চালিয়ে শিশুটির লাশ উদ্ধার করা হয়।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান নদী থেকে উদ্ধার হওয়া ওই শিক্ষার্থীর লাশ ময়না তদন্তের জন্য বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা নেওয়া হবে।
এনটি