মুহাম্মদ ইশতিয়াক সিদ্দিকী
হাটহাজারী প্রতিনিধি>
আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম হাটহাজারীর দাওরায়ে হাদীস (মাস্টার্স) ২০২১-২২ শিক্ষাবর্ষের চট্টগ্রাম জেলার শিক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
২৮ ফেব্রুয়ারি (সোমবার) মাগরিবর পর মিরেরহাট সিটি প্লেস কনভেনশন হলে এ আয়োজনটি অনুষ্ঠিত হয়। উত্তর চট্টগ্রামের সদ্য দাওরা হাদীস সম্পন্নকারী ছাত্রদের পক্ষ থেকে এ আয়োজনটি করা হয়।
উক্ত অনুষ্ঠান পবিত্র কোরআন তেলওয়াতের মাধ্যমে আরম্ভ হয়। এতে চলমান ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বক্তব্য রাখেন দাওরা হাদীসের ফারেগীন ছাত্রবৃন্দ।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন হাটহাজারী মাদরাসা শিক্ষক মাওলানা সাকিব আমজাদ। তিনি ফরেগীন ছাত্রদের প্রতি গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
আরো উপস্থিত ছিলেন মাওলানা শফিউল আলম। তিনি নবীন আলেমদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
আলোচনা শেষে শতাধিক ছাত্রকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
-এএ