রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

কলেজ ছাত্রী হত্যার প্রতিবাদে কোম্পানীগঞ্জে ছাত্র আন্দোলনের মানববন্ধন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

এম.এস আরমান
নোয়াখালী।

নোয়াখালীর কোম্পানীগঞ্জের বসুরহাট সরকারি মুজিব কলেজের স্নাতক শ্রেণির ছাত্রী শাহনাজ পারভীন প্রিয়তা (২২) হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছে ইসলামী ছাত্র আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা।

বুধবার (২ মার্চ) বিকেলে সংগঠনের সভাপতি তারেক মাহমুদ হৃদয় এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সালমান ফারসির সঞ্চালনায় বসুরহাট কেন্দ্রীয় মসজিদ চত্তরে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে একাত্বতা প্রকাশ করে অংশগ্রহণ করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ,ইসলামী যুব আন্দোলন,ইসলামী শ্রমীক আন্দোলন কোম্পানীগঞ্জ উপজেলা শাখা ও বিভিন্ন ইউনিয়ন নেতৃবৃন্দ।

মানববন্ধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নোয়াখালী-৫ আসনে হাতপাখা প্রতীকে একাদশ সংসদ সদস্য পদপ্রার্থী আলহাজ্ব মাওলানা আবু নাছের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইশা আন্দোলন ঢাকা মহানগর উত্তর শাখা সহ-সভাপতি ইউসুফ পিয়াস। ইশা ছাত্র আন্দোলন নোয়াখালী জেলা দক্ষিন শাখা সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম।

এসময় বক্তারা বলেন, শিক্ষার্থী শাহনাজ পারভীন প্রিয়তা লেখাপড়ার পাশাপাশি বসুরহাট বাজারের একটি বেসরকারি হাসপাতালে শিক্ষানবিশ নার্স হিসেবে কর্মরত ছিলেন।

তাকে যেভাবে হত্যা করা হয়েছে তা কারোই কাম্য নই। তারা দ্রুত সময়ের মধ্যে হত্যাকারিদের চিহিৃত করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি করেন। না হলে এ হত্যার প্রতিবাদে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও উল্লেখ্য করেন তারা।

প্রসঙ্গত, গত সোমবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে বসুরহাট পৌরসভার ৭নং ওয়ার্ডের একটি পরিত্যক্ত জায়গা থেকে প্রিয়তার লাশ উদ্ধার করে পুলিশ।

তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহৃ ও মুখে কাপড় বাঁধা ছিল। নিহত শাহানাজ আক্তার প্রিয়তা কবিরহাট উপজেলার বাটইয়া ইউনিয়নের ভূঁইয়ারহাট এলাকার নবী হোসেনের মেয়ে। সে তাঁর নানুর বাড়িতে থাকতো।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ