রবিবার, ২৪ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

অনিয়মের অভিযোগ: শিক্ষকদের তোপের মুখে মিটিং ছেড়ে যেতে বাধ্য হলেন আলিয়া মাদরাসার অধ্যক্ষ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: গাজীপুরের শ্রীপুর উপজেলার এক আলিয়া মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ পাওয়ার পর পরিচালনা পর্ষদের মিটিং হয়। সেখানে বিভিন্ন শিক্ষকের তোপের মুখে মিটিং ছেড়ে সেই অধ্যক্ষ দৌড়ে  সেখান থেকে চণে যান বলে জানা গেছে।

মঙ্গলবার (১ মার্চ) উপজেলা বরমী ইউনিয়নের গাড়ারণ খলিলিয়া ফাজিল মাদরাসায় ঘটনাটি ঘটে। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতির বরাবর দায়ের করা অভিযোগ দীর্ঘদিনেও নিষ্পত্তি না হওয়ায় এদিন দুপুরে মাদরাসার অধ্যক্ষের বক্তব্য নিতে সংবাদ কর্মীরা গেলে অধ্যক্ষ দ্রুত ঘটনাস্থল যান।

জানা যায়, মাদরাসার অধ্যক্ষ আব্দুল খালেক ছয় লাখ টাকা ঘুষ দিয়ে চাকুরিতে ঢুকেছেন। পরবর্তী সময়ে তিনি জড়িয়ে পড়েন নানা অনিয়ম, দুর্নীতি, মামলা মোকদ্দমায়। অধ্যক্ষের বিরুদ্ধে মাদরাসার শিক্ষক, কর্মচারী, অভিভাবক ও এলাকাবাসীর পক্ষ থেকে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটির) বরাবর অভিযোগ দায়ের করা হয়। দীর্ঘদিনেও এসব অভিযোগের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি।

শেষে মঙ্গলবার দুপুরে মাদরাসার অফিস কক্ষে গভর্নিং বডির পূর্ব নির্ধারিত সভা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। গভর্নিং বডির সভাপতি সভার কার্যক্রম স্থগিত করেন। এ সময় মাদরাসার শিক্ষক কর্মচারীদের সঙ্গে গভর্নিং বডির সহ সভাপতি আব্দুল লতিফ মোড়লসহ অন্য সদস্যরা মতবিনিময় করলে বের হয়ে আসে অধ্যক্ষের আর্থিক অনিয়ম এবং দুর্নীতির কথা। এ সময় শ্রীপুরে কর্মরত গণমাধ্যম কর্মীরা অধ্যক্ষের বক্তব্য নিতে গেলে তিনি অভিযোগ প্রত্যাখ্যান করেন এরপর শিক্ষকদের তোপের মুখে তিনি মিটিং ছেড়ে কোনো বক্তব্য না দিয়ে দ্রুত চলে যান।

মাদরাসার পরিচালনা পর্ষদের সভাপতি ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) অঞ্জন কুমার সরকার মুঠোফোনে জানান, মাদরাসায় পরিচালনা পর্ষদের একটি মিটিং হওয়ার কথা ছিল। কিন্তু এটি স্থগিত করা হয়েছে, পরবর্তী সময়ে সহ সভাপতির নেতৃত্বে মিটিংটি হয়েছে বলে শুনেছি। অধ্যক্ষের বিরুদ্ধে দুর্নীতি অনিয়ম ও স্বেচ্ছাচারিতার অভিযোগ তদন্তাদীন রয়েছে। তদন্ত শেষে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ