সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

ফরিদপুরের ভাঙ্গায় গণটিকা কার্যক্রমে উপচে পড়া ভিড়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মো. সাখাওয়াত হোসেন
ফরিদপুর প্রতিনিধি>

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ইউনিয়নে কোভিড-১৯ এর (ভ্যাকসিন) গণটিকা দেওয়া হয়েছে। শনিবার (২৬ ফেব্রুয়ারি) উপজেলার আলগী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে গণটিকা কার্যক্রমে সকাল থেকে বিকেল পর্যন্ত মানুষের উপচে পড়া ভিড় ছিল।

আলগী ইউনিয়ন পরিষদ কেন্দ্রে টিকা কার্যক্রমে সহায়তায় ছিলেন, আলগী ইউনিয়নের চেয়ারম্যান ম. ম সিদ্দিক মিয়া, আলগী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনায়েত হোসেন, স্বাস্থ্য সহকারী নার্গীস আক্তার, পরিবার কল্যাণ সহকারী রোকসানা আক্তার, স্বেচ্ছাসেবী রুনা আক্তার, সি.এইস.সি.পি সুফিয়া বেগম, শামিমা আক্তার প্রমুখ।

এতে সার্বিক সহযোগিতায় ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা আজিমউদ্দিন রুবেল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মহসিন উদ্দিন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রবিন বিশ্বাস প্রমুখ।

এ বিষয়ে আলগী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক এনায়েত হোসেন বলেন, আমি আমার এলাকায় সরকারী নির্দেশে মাইকিং করায়েছি। আমি ও আমার কর্মীদের মাধ্যমে ব্যাপক প্রচারণা চালিয়েছি এবং চালিয়ে যাচ্ছি। আগের তুলনায় এখন মানুষের মধ্যে জনসচেতনতা বৃদ্ধি পেয়েছে। তাই কোভিড- ১৯ (ভ্যাকসিন) টিকা নিতে এতোটাই আগ্রহী হয়ে উঠেছে যে, কার আগে কে টিকা নিবে এ নিয়ে ধাক্কাধাক্কি পর্যন্তও করছে তারা। ধাক্কাধাক্কিতে টিকে দিতে আমরা হিমসিম খাচ্ছি। মাঝে মধ্যে এমনও হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনী এনে লাইন ঠিক করাতে হচ্ছে। আজ এ কেন্দ্রে মোট ৮৩০ জনকে ভ্যাকসিন প্রদান করা হয়।

আলগী ইউনিয়ন চেয়ারম্যান ম. ম. সিদ্দিক মিয়া বলেন, কোভিড-১৯ (ভ্যাকসিন)-এর গণটিকা কার্যক্রম এর ব্যবস্থা গ্রহণ করায় বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞা জানাই।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ