জুলফিকার জাহিদ।।
ছাত্র-বিক্ষোভ ও ৬ দফা দাবির মুখে কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার বর্তমান কমিটি বিলুপ্ত করা হয়েছে। শিগগির নতুন কমিটি গঠন করা হবে।
বর্তমান কমিটির পক্ষ থেকে বেশ কিছু প্রস্তাবনা দেওয়া হয়েছিল। তা মানতে ছাত্ররা অস্বীকৃতি জানানোর প্রেক্ষিতে বর্তমান পুরো কমিটি বিলুপ্ত করা হয়েছে।
মাদ্রাসার উস্তাদ ও ছাত্রদের সঙ্গে কমিটির সদস্য মু. ফয়সালের অশালীন আচরণকে ঘিরে গতকাল ছয় দফা দাবিতে আন্দোলনে নামেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা। এসময় তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম বেধে দেন। দাবি না মানলে বেফাক ও হাইয়ার পরীক্ষা বর্জনেরও ঘোষণা দেওয়া হয় শিক্ষার্থীদের পক্ষ থেকে।
আরো পড়ুন: যে ৬ দফা দাবিতে বিক্ষোভে নেমেছেন কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শিক্ষার্থীরা
এ নিয়ে আজ দীর্ঘ বৈঠক শেষে মাদরাসা কর্তৃপক্ষ বর্তমান পুরো কমিটিকে বিলুপ্ত করারসিদ্ধান্ত নিয়েছেন বলে আওয়ার ইসলামকে জানিয়েছেন কাসেমুল উলুম মাদরাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল কুদ্দুস।
ছয় দফা দাবির প্রত্যেকটি বাস্তবায়নের প্রতিশ্রুতিতে পরীক্ষা বর্জনের ঘোষণা থেকে ফিরে বর্তমানে দরসগাহ ফিরেছেন শিক্ষার্থীরা।
প্রসঙ্গত, কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসার শুরা ও আমেলার সদস্য মু ফয়সাল বিভিন্ন সময় বিভিন্ন অজুহাতে মাদরাসার শিক্ষক-ছাত্রদের অশালীন ও অশ্রাব্য ভাষায় গালিগালাজ করে আসছেন বলে অভিযোগ রয়েছে৷ এছাড়াও নানা অজুহাত দেখিয়ে ছাত্র-শিক্ষকদের হেনস্থা করে আসছে বলে তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে৷
কমিটির সদস্য মু. ফয়সাল কিছুদিন আগে এক ছাত্রকে মারধর করেন বলেও অভিযোগ পাওয়া গেছে।
আরো পড়ুন: কুমিল্লা কাসেমুল উলুম মাদরাসায় ছাত্রদের বিক্ষোভ, বোর্ড পরীক্ষা বর্জনের ঘোষণা