সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

পুলিশের নির্যাতনে মৃত্যুর অভিযোগ: এসআই ক্লোজড

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে পুলিশের মারপিটে উজির মিয়া নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগে উপপরিদর্শক (এসআই) দেবাশীষ সূত্রধরকে ক্লোজড করা হয়েছে।

এর আগে ২৩ ফেব্রুয়ারি তাকে শান্তিগঞ্জ থানা থেকে জেলার দিরাই থানায় বদলি করা হয়।

রোববার সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) আবু সাঈদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, যেহেতু তার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, তাই তাকে ক্লোজড করে সুনামগঞ্জ পুলিশ লাইনে নেওয়া হয়েছে। এখনও এসআই দেবাশীষ সূত্রধরের ওপর যে অভিযোগ উঠেছে তার তদন্ত চলছে। তদন্ত রিপোর্ট পাওয়ার পর উজির মিয়ার মৃত্যুর কারণ জানা যাবে।

প্রসঙ্গত, গত ৯ ফেব্রুয়ারি রাতে পুলিশ উজির মিয়াকে গরু চুরির অভিযোগে গ্রেফতার করে শান্তিগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারের সময় এসআই দেবাশীষ সূত্রধর, এসআই পার্ডন কুমার সিংহ ও এএসআই আক্তারুজ্জামানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এই তিন পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে উজির মিয়াকে মারধরের অভিযোগ তুলেছেন নিহতের পরিবার।

এর মধ্যে এসআই দেবাশীষ সূত্রধরের বিরুদ্ধে থানায় নিয়ে উজির মিয়াকে অমানসিকভাবে নির্যাতনের অভিযোগ ওঠে।

অসুস্থ উজির মিয়াকে সুনামগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসা দিয়ে ১০ ফেব্রুয়ারি আদালতে হাজির করা হয়। আদালত থেকে জামিন নিয়ে ওই দিনই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন উজির মিয়া। বাড়ি ফিরলেও ২১ ফেব্রুয়ারি আবার অসুস্থবোধ করলে সকালে তাকে স্থানীয় কৈতক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ওখানেই কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা।

এরপর তার লাশ সড়কে রেখে অবরোধে নামেন স্বজনসহ হাজারও মানুষ। ২১ ফেব্রুয়ারি ৩ ঘণ্টারও বেশি সময় সুনামগঞ্জ-সিলেট সড়ক অবরোধ করে রাখেন তারা। পরে জেলা প্রশাসন ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে অবরোধ তুলে নেন এলাকাবাসী।

উজির মিয়ার পরিবার ও স্বজনদের অভিযোগ থানায় নিয়ে বেধড়ক মারপিটের কারণে মৃত্যু হয়েছে উজির মিয়ার।

এ ঘটনায় ঘটনায় জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়। তবে কোনো তদন্ত কমিটির পক্ষ থেকে এখনও তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়নি।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ