আওয়ার ইসলাম ডেস্ক: ভোলার লালমোহনে টিকা নিতে এসে ইউনিয়ন পরিষদ ভবনের রেলিং ভেঙে নারী ও শিশুসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।
আহতদের মধ্যে পারুল বেগম, পারভিন বেগম, রোমানা বেগম, সীমা বেগম এবং শিশু জুলেখা বেগমসহ আট জনকে লালমোহন উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদ ভবনে টিকাদান কেন্দ্র হওয়ায় সকাল থেকে বিভিন্ন বসয়ী নারী-পুরুষ টিকা নিতে ছুটে আসে। দুপুর ১২ টার দিকে টিকা নিতে আসা মানুষের চাপে দ্বিতল ভবনের রেলিং ভেঙে অন্তত ২০ জন আহত হন।
লালমোহন উপজেলার নির্বাহী অফিসার পল্লব কুমার হাজরা জানান, জরাজীর্ণ ভবনের কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রথমিকভাবে জানতে পেরেছেন। তবে আহতদের চিকিৎসার দায়িত্ব উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে।
-কেএল