সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি>
মুজিব শতবর্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবার পুনর্বাসনের লক্ষ্যে গোয়াইনঘাট উপজেলায় আশ্রয়ণ-২ প্রকল্প ও গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা) কর্মসূচির মাধ্যমে দুর্যোগসহনীয় ঘর সারাদেশেই দেয়া হচ্ছে।
তারই ধারাবাহিকতায় সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় ঘর নির্মাণ চলছে। নির্মাণাধীন ঘর পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক মুহা. দিদারুল আলম।
শনিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ১০ টায় তিনি গৃহের নির্মাণ কাজ পরিদর্শন করেন।
নির্মাণাধীন ঘর পরিদর্শন করে তিনি সঠিক উপকারভোগী বাছাইসহ নির্মাণ কাজের গুণগত মানের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিলুর রহমান ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শীর্ষেন্দু পুরকায়স্থসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। এমন একটি মহৎ উদ্যোগের জন্য সকলের কাছে মাননীয় প্রধানমন্ত্রীর জন্য দোয়া করার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার তাহমিলুর রহমান, জৈন্তাপুর উপজেলার সহকারী কমিশনার ভূমি ও (ভারপ্রাপ্ত) নির্বাহি অফিসার রিপামনি দেবি এবং গোয়াইনঘাট উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার শীর্ষেন্দু পুরকায়স্থসহ আরও অনেকে।
-এএ