সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

মসজিদুল হারামের প্রত্যেকটি দৃশ্যই নতুন গল্প বর্ণনা করে: এক ফটোগ্রাফারের অভিব্যক্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

জুলফিকার জাহিদ।।

সৌদি ফটোগ্রাফার মোহাম্মদ আদ-দাহাসি। ১০  বছর ধরে মক্কা মুকাররমা এবং মসজিদুল হারামে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন। তিনি বলেছেন, তিনি যখনই কোন ছবি তোলেন তার ইচ্ছে এবং চেষ্টা থাকে এই ছবির মাধ্যমে যেন মানুষের কাছে  নতুন বার্তা পৌঁছে।

আলারাবিয়া ডটনেটকে তিনি  বলেছেন, মক্কা ও হারামের ছবি এবং সেখানকার ইসলামী স্থাপত্যের দৃশ্যগুলো সত্যিই সমগ্র বিশ্বের জন্য শান্তির বার্তা বহন করে।

মোহাম্মদ মোহাম্মদ আদ-দাহাসি বলেন, ছবি তুলতে গিয়ে এখানে প্রত্যেকদিন নতুন কিছু চোখে পড়ে। কখনো হারাম শরীফের অবর্ণনীয় সৌন্দর্য, কখন ইবাদতকারীদের প্রাণবন্ত আকুতি।

ইবাদতকারীদের প্রাণবন্ত আকুতি দেখে কখনো কখনো দ্বিধায় পড়ে যাই, কার আকুতি আর প্রার্থনাকে প্রাধান্য দিব বিষয়টি নিয়ে।

তিনি আরো বলেন, যতই ছবি তুলিনা কেনো প্রত্যেকটি ছবি আগেরটি থেকে ভিন্ন মনে হয়। মসজিদুল হারামের প্রত্যেকটি দৃশ্য একটি  নতুন গল্প বর্ণনা করে। প্রত্যেকটি ছবির আবেদন অন্যটির থেকে ভিন্ন।

কিছু কিছু ছবি তো হতবাক করে দেয়, কারণ তার বর্ণনাভঙ্গি অন্যগুলোকে ছাড়িয়ে যায়।

কাবা শরীফের উপর চাঁদ, সূর্য এবং বৃষ্টি বর্ষণ-এর ছবিও নিজের ক্যামেরাবন্দি করেছেন মোহাম্মদ মোহাম্মদ আদ-দাহাসি।

 

 

সূত্র: আল আরাবিয়া।

এনটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ