সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

পিকনিকের গাড়িতে গান বাজিয়ে নাচানাচি করায় ১০ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আওয়ার ইসলাম ডেস্ক: দিনাজপুরের বিরামপুরে পিকআপ ভ্যানে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজিয়ে পিকনিকে যাওয়ার পথে চালককে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে পিকনিকে যাওয়া কিশোরদের তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। একই অপরাধে আরেকটি পিকআপ ভ্যান চালককে জরিমানা করা হয়।

শুক্রবার দুপুরে ও বিকেলে পৃথকভাবে বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিমল কুমার সরকার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করেন। জরিমানা প্রদানকারী দুই গাড়ি চালকের একজন নবাবগঞ্জ উপজেলার মহিদুল ইসলাম। অপরজন পাঁচবিবির সোহেল মাহমুদ।

জানা যায়, শুক্রবার দুপুর ১২টার দিকে বিরামপুর সরকারি কলেজের সামনে একটি পিকআপ ভ্যানে সাউন্ড বক্স বাজিয়ে নবাবগঞ্জ থেকে পাহাড়পুর ও নওগা পিকনিকে যাচ্ছিল ২৫ জন শিশু-কিশোর। পথে বিরামপুর সরকারি কলেজের সামনে পিকআপসহ তাদের আটক করা হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করলে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে গাড়ির চালককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অপরটি, শুক্রবার বিকেলে পিকআপে সাউন্ডবক্স বাজিয়ে স্বপ্নপুরী থেকে জয়পুরহাট যাওয়ার পথে বিরামপুরে আটক করে ওই গাড়ির চালককে ভ্রাম্যমাণ আদালত ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও বিরামপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার জানান, ছোট্ট একটি পিকআপে ২৫ জন কিশোর। সঙ্গে পাঁচটি সাউন্ড বক্স। গানের তালে তালে তারা নাচানাচি করছিল। এতে যেকোনো সময় দুর্ঘটনা ঘটে যেতে পারতো। তাই সতর্ক করতেই পৃথকভাবে গাড়ির চালককে ১০ হাজার টাকা জরিমানা করেন। অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

-কেএল


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ