আওয়ার ইসলাম ডেস্ক: ঠাকুরগাঁওয়ে হঠাৎ শিলা বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে গেছে। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর তিনটার পর থেকে প্রায় ঘণ্টাব্যাপী জেলার বিভিন্নস্থানে শিলা বৃষ্টি শুরু হয়।
দমকা হাওয়া ও শিলা বৃষ্টিতে গাছপালা ব্যাপক ক্ষতির মুখে পড়ে। শিলা বৃষ্টির কারণে আম, লিচুর মুকুল, গম, ভুট্টাসহ ফসলের ক্ষতির সম্মুখীন হয়েছে কৃষকেরা। চলমান শিলা বৃষ্টি ও দমকা হওয়ার কবলে ব্যাহত হয়েছে স্বাভাবিক চলাফেরা।
একইসাথে জেলা সদরের বেশ কয়েকটি স্থানে তুমুল বেগে দমকা হওয়া শিলা বৃষ্টিপাতের খবর পাওয়া গেছে। দীর্ঘ সময় জুড়ে শিলা বৃষ্টিপাত হওয়ায় সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে বলে জানান কৃষকেরা।
এ বিষয়ে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হোসেন জানান, জেলার বিভিন্নস্থানে শিলা বৃষ্টি খবর পাওয়া গেছে। কৃষকের ক্ষয়ক্ষতির বিষয়ে তালিকা প্রণয়ন করা হবে।
এনটি