আওয়ার ইসলাম ডেস্ক: জীবনের প্রতিটি ক্ষেত্রে গুণাহ বর্জন এবং সুন্নাহ বাস্তবায়ন করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কওমি মাদরাসা শিক্ষা বোর্ডের সভাপতি ও হাইয়াতুল উলইয়ার চেয়ারম্যান, জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়ার প্রিন্সিপাল শাইখুল হাদিস, মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান।
বুধবার (২৩ ফেব্রুয়ারী) জামিয়া ইসলামিয়া শামছুল উলুম মাহমুদিয়া গোমাইল নরসিংহপুর আশুলিয়া ঢাকার খতমে কুরআন, খতমে বুখারী ও সমাপনী ছাত্রদের পাগড়ি প্রদান অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, যে সকল গুনাহকে এখন আর গুনাহ মনে করা হয় না যেমন বিভিন্ন মজলিসে বা ব্যাক্তিগত পর্যায়ে অপ্রয়োজনে ছবি ভিডিও ধারণ ও তার প্রচার এখন ব্যাপক হয়ে দাড়িয়েছে, এর থেকে বাঁচতে হবে’।
বুধবার বাদ জোহর মাদরাসার প্রিন্সিপাল মুফতী মাসুম আহমাদ-এর আনুষ্ঠানিক ঘোষণার মধ্য দিয়ে উলামা মাশায়েখ ও জনসাধারণের উপস্থিতিতে অনুষ্ঠান শুরু হয়।
সমাপনী হাফেজ কুরআন ও দাওরা ফারেগ ছাত্রদের ভবিষ্যতে করনীয় বর্জনীয়, এবং বর্তমান প্রেক্ষাপটে দায়িত্বশীল আলেমদেরকে সচেতনতা সতর্কতা ও দূরদর্শিতার প্রতি বিশেষভাবে উপদেশ দেন আল্লামা মাহমুদুল হাসান।
সাথে রাষ্ট্রের দায়িত্বশীলদের কওমি মাদরাসা, ইসলামি তাহজিব তামাদ্দুন বিষয়ে অহেতুক ধোঁয়াশা তৈরি করে জনমনে বিভ্রান্তি সৃষ্টি করা থেকে বিরত থাকতে বলেন তিনি।
নিরীহ কোন আলেমকে যেন হয়রানি না করা হয় সে বিষয়ে তাগিদ দেন আল্লামা মাহমুদুল হাসান।
এনটি