সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের নতুন নির্বাচন কমিশন প্রত্যাখ্যান জাতীয় নাগরিক কমিটির

গোয়াইনঘাট উপজেলা বিএনপির কাউন্সিল সম্পন্ন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৈয়দ হেলাল আহমদ বাদশা
গোয়াইনঘাট সিলেট>

গোয়াইনঘাট উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন মাহবুব আলম ও ভোটের মাধ্যমে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন জসিম উদ্দিন।

আজ বৃহস্পতিবার ২৪ ফেব্রয়ারী বেলা ৩টায় ফতেপুর ইউনিয়নে মুজিব কমিউনিটি সেন্টারে গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র দ্বিবার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র সিলেট জেলা শাখার আহ্বায়ক কমিটির সদস্য এড, এমরান আহমদ চৌধুরীর সঞ্চালনায় ও গোয়াইনঘাট উপজেলা বিএনপি'র আহবায়ক হাজী ওসমান গনির সভাপতিত্বে দ্বিবার্ষিক কাউন্সিলের উদ্বোধন করেন, সিলেট জেলা বিএনপি'র আহ্বায়ক কামরুল হুদা জায়গীরদার।

প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি, কলিম উদ্দিন আহমদ মিলন।

বিশেষ অতিথি ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য আবুল কাহের শামীম ও জেলা আহবায়ক কমিটির সদস্য এড, শামীম আহমদ।

কাউন্সিলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় গোয়াইনঘাট উপজেলা বিএনপির সভাপতি নির্বাচিত হন ফতেপুর ইউনিয়নের মাহবুব আলম, ভোটের মাধ্যমে অনেক ব্যবধানে সিনিয়র সহ সভাপতি নির্বাচিত হন এম এ মতিন ও সাধারণ সম্পাদক জসিম উদ্দিন। কোন প্রতিদ্বন্দ্বী না থাকায় যুগ্ম সাধারণ সম্পাদক নির্বাচিত হন মাহবুব আহমদ।

ভোটের মাধ্যমে ব্যবধানে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন জয়নাল আবেদিন। বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন,সাবেক জেলা বিএনপির সহ-সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল হাকিম চৌধুরীসহ জেলা ও উপজেলার অন্যান্য নেতৃবৃন্দ।

-এটি


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ