সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ।। ৯ অগ্রহায়ণ ১৪৩১ ।। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিরোনাম :
চিকিৎসকরা বছরে দুইবারের বেশি বিদেশ যেতে পারবেন না ঢাকা থেকে ভাঙ্গা হয়ে খুলনায় গেলো পরীক্ষামূলক ট্রেন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন প্রধান উপদেষ্টা: প্রেস উইং ধর্মীয় মূল্যবোধ ও সাম্যের ভিত্তিতে সংবিধান রচনার আহ্বান নেপালে ফের কুরআন প্রতিযোগিতার আয়োজন করছে সৌদি আগামীকাল সংবিধান সংস্কার কমিশনে প্রস্তাবনা পেশ করবে ইসলামী আন্দোলন ‘আল্লামা আতহার আলী রহ. জীবন, কর্ম, অবদান’ বইয়ের মোড়ক উন্মোচন আগামীকাল হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কী রহ. : কে এই মহান ব্যক্তি হাজিদের স্বার্থ রক্ষায় সরকার প্রতিশ্রুতিবদ্ধ : ধর্ম উপদেষ্টা মহানবীকে সা. নিয়ে কটূক্তি করলে সংবিধানে শাস্তির বিধান রাখার প্রস্তাব পার্থের

ব্লাড ক্যাম্পেইন করেছে আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নুরুল কবির আরমান
খাগড়াছড়ি প্রতিনিধি>

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে মানিকছড়িতে বিনামূল্যে ব্লাড গ্রুপ নির্ণয় ও ব্লাড ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ ফেব্রুয়ারি) ভোলাইয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এ ব্লাড ক্যাম্পেইনইন অনুষ্ঠিত হয়।

ক্যাম্পেইনইন উদ্বোধন করেন ভোলাইয়াপাড়া স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক- প্রিন্সিপাল মুহাম্মদ মুজিবুর রহমান।

স্বেচ্ছাসেবী সামাজিক ও সেবাব্রতী সংগঠন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার উদ্যোগে ও মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর সহযোগীয় অনুষ্ঠিত ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলোকিত মানিকছড়ি জনকল্যাণ সংস্থার সভাপতি হাফেজ ক্বারী মুহাম্মদ নাছির উদ্দিন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহসভাপতি হাফেজ মুহাম্মদ ইমাম উদ্দিন,দারুল ইহসান মাদ্রাসা শিক্ষক মাওলানা জহির উদ্দিন বিন সুরুজ,মানিকছড়ি ব্লাড ডোনার্স এসোসিয়েশন এর এডমিন মুহাম্মদ তাজুল ইসলাম,মুহাম্মদ জাকারিয়াে ও সদস্য মুহাম্মদ মাঈনুদ্দীন রাফী।

প্রধান অতিথির বক্তব্যে কারী নাসির উদ্দিন বলেন, রক্ত ক্রয় করতে অসমর্থ অসহায় অনেক রোগী রক্তের অভাবে মৃত্যুবরণ করেন। তাদেরকে সহযোগিতা দিতে আমাদের এই উদ্যোগ। তিনি সকলকে রক্ত দিয়ে গরীব, দুস্থ ও অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান।

-এএ


সম্পর্কিত খবর


সর্বশেষ সংবাদ