যাকওয়ানুল হক চৌধুরী।।
ভাষা আন্দোলনের অম্লান স্মৃতি বিজড়িত মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ৭০ বৎসরে পা দিয়েছে। ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারির মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে বুকের রক্ত ঢেলে দিয়েছিলো বাংলার সোনার ছেলেরা।
বিনিময়ে অক্ষুণ্ণ ও শৃঙ্খলমুক্ত করতে চেয়েছিল মায়ের ভাষা বাংলা বর্ণমালা। নিজের ভাষার জন্য লড়াই করে পৃথিবীতে নজির সৃষ্টি করেছিলো।
সেই ভাষা দিবসকে ঘিরে সারাদেশব্যাপী প্রতি বছর চলে নানা আয়োজন। এবার সিলেট নগরীকে ভিন্নরূপে সাজানো হয়ছে। বাংলা বর্ণমালায় সজ্জিত করে এক নতুন রূপ দেওয়া হয়েছে। সিলেট নগরির চৌহাট্টা পয়েন্ট থেকে জিন্দাবাজার হয়ে বন্দর পর্যন্ত রাস্তার মধ্যখানে বাতির খুটিতে বর্ণমালার সুর। কালো বোর্ডে ককশিড দিয়ে তৈরী সাদা বড় বড় অক্ষর টানানো রয়েছে।
এছাড়াও কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিসহ চৌহদ্দিতে রঙ করা, পরিস্কার পরিচ্ছন্নতা, আইন-শৃংখলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা বেস্টনি, সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ প্রয়োজনীয় সার্বিক কাজ সম্পন্ন হয়েছে।
শহীদ মিনারের সামনে রাস্তার ডিভাইডারের গ্রিলে টুকরো অক্ষরে করে লেখা হয়েছে 'অমর একুশে'। যা শহীদ মিনার ঘিরে এনে দিয়েছে আলাদা এক ভাব-গাম্ভীর্যের পরিবেশ।
-এএ