ইকবাল হোসেন। গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় মাদ্রাসায় যাওয়ার পথে অজ্ঞাত একটি গাড়িচাপায় আফলাতুন কাউসার খাঁন (৫০) নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে।
আজ সোমবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০দিকে দালান বাজার-বক্তারপুর সড়কের চুপাইর মধ্যেপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মাদ্রাসা শিক্ষকের নাম আফলাতুন কাউসার খাঁন। সে চান্দের বাগ এলাকার মৃত রুস্তম আলীর ছেলে। তিনি ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সহ-সুপার ও আরবি বিভাগের সহকারী শিক্ষক।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদ্রাসায় যাওয়ার উদ্দেশ্যে সকালে বাড়ি থেকে মোটসাইকেল নিয়ে রওনা হয় আফলাতুন কাউসার খাঁন। পথে চুপাইর মধ্যেপাড়া এলাকায় পৌঁছালে সড়কে থাকা একটি ইটের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেলসহ তিনি সড়কে পড়ে যায়।
সে সময় পেছন থেকে আসা অজ্ঞাত একটি গাড়ি তাকে চাপা দিয়ে চলে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম ও ব্রাহ্মণগাঁও বালিকা দাখিল মাদ্রাসার সুপার মোতাহার হোসেন বলেন, সকালে মাদ্রাসায় যাওয়া পথে চুপাইর মধ্যেপাড়া এলাকায় সড়ক দুর্ঘটনায় আফলাতুন কাউসার খাঁন মারা গেছেন। ঘাতক গাড়িটি শনাক্ত করা সম্ভব হয়নি।
কালীগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) ইসলাম মিয়া বলেন, দুর্ঘটনার পর নিহত শিক্ষকের লাশ উদ্ধার করা হয়েছে। ঘাতক গাড়িটি শনাক্তের চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
-এটি